আমাদের কথা খুঁজে নিন

   

রাধার কোন বাগানে যাই

সভ্যতার প্রসব বেদনার আমি এক নিদারুণ সাক্ষী, অপার আনন্দের ভাগীদার হয়েও আমি পথহরা, ডানা ঝাপটানো অনিশেষ চিল..

বন্ধু থাক বন্ধু থাক ,থাক আমার অঙ্গে ,কফিল আহেমদর সেই গানে অন্যতম নিদর্শন ,কমেরড নামটি যখন থেকে মানুষের মনে শিকড় গড়ল তখন থেকে তারা আর ক্রীতদাস রইল না।এই নামের উৎপত্তির সাথে যারা এর প্রসব বেদনার সাক্ষী সেই মার্কস এঙ্গেলস ছিল বিশ্ব বিপ্লবের মতাদর্শ নিমার্নের দুই সহযোদ্ধা ।পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ গোলর্,ব্রাজিল থেকে ভিয়েতনাম,বাংলাদেশ থেকে বাশিয়া পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়া থাকা কমিউনিস্টরা যখন তাদের চরম শক্রর দ্ধারা রাজনৈতিক ,সামাজিকভাবে বাধা পাই তখন্‌ এই দুই তাত্ত্বিকের মতাদর্শ তাদের কাছে বুক বুক টান টান করে দাড়ানোর শাষ্ক্র হাতে পাই। মার্কস যে মার্কস হয়েছে সেটা একা মার্কস নয় তা এঙ্গেলসো ,মাকর্কে টিকে রাখেত যার জীবনের ২০ টি বছর নোংরা ব্যবসার কাজ করেছেন একটি মিশরীয় প্রতিষ্টানে চরম অনিচ্ছা সত্ত্বে, বিভিন্ন মহাদেশে তাদের এই বন্ধুত্বে ফাটল ধরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে বারবার,উচ্চহ্রদয়বৃত্তির রাজনীতিতে তা হয়ে থাকবে বন্ধু বন্ধু জাগো জাগো ধ্বনিতে................ এখানেই হায়িয়ে যাত্তয়ার সময়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।