আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়াত কলম দাদির টাকার ক্যাচাল ঘুরে দেখা

কলম দাদি হতাশা ব্যক্ত করলেন! এই নামে একটা পোসট দিয়েছিলাম ২১ শে জুন, ২০১১ বিকাল ৩:৪৯. তখন অনেকেই অনেক মন্তব্য করেছিলেন। মনতব্যকারীদের মধ্যে ব্লগার 'অসামাজিক ০০৭০০৭' ও ছিলেন। পোস্ট এখান থেকে শুরুঃ কলম দাদিকে নিয়ে এত কিছু করা হলো। অথচ কলম দাদি এখনও কোন কিছু হাতে পাননি। আপনরা যারা তাকে নিয়ে এতকিছু করার কথা বললেন।

এবং করলেন তারা কে কথায় একটু জানতে চাই। কলম দাদি আজ হতাশা ব্যক্ত করেছেন। আমি কিছু ই বিস্তারিত লিখছি না। তবে লিখবো আরো কিছুদিন পর । যদি দেখি উনি সত্যিই----------------------------------------------------------------------------------------------- রাজিউর বলেছেন: এমন হবে ..এটা তো জানা কথা..কলমাদিদির জন্য টাকা তোলে শিশা লাউন্জে গিয়ে এই টাকা উড়ানো হয় এমন খবরও পেয়েছি.. লেখক বলেছেন: এদের মুখোশ উম্মোচন করা হবে।

মুছে ফেলুন উপপাদ্য বলেছেন: কলম দাদির জন্য খয়রাত কালেকশানের হেড তো এখন রাজাকার থাইকা ডিজিটাল মুক্তিযোদ্ধা হইয়া মগবাজারে বন্যার ফটোগ্রাফি করে। গোলাম টা হঠাৎই জাতে উঠে গেছে বলে মনে করছিলো। দিলেন তো থলের বেড়াল বের করে। স্বপ্ন কথক ২০৩০ বলেছেন: যতটা রটে তার কিছু তো বটে নাকি? তবে , কোন কাজই কি হয়নি? যেখানে লাকি আখন্দ ছিলেন, যেটা নিয়ে ভাদা, ভাকুর দের এত গা জ্বলুনি , -- কোন কাজই কি হয়নি? লেখক বলেছেন: দাদি বলেছেন। কিছুই হয়নি।

লেখক বলেছেন: দাদি বলেছেন। কিছুই হয়নি। স্বপ্ন কথক ২০৩০ বলেছেন: এ বিষয়ে মন্তব্য করলেন, স্বপ্ন কথক ২০৩০ কাঠুরিয়া. উপপাদ্য রাজিউর আর আমরা কেউ জানিনা যে কি ঘটেছে, বা আমরা কেউ ছিলাম না যে বলতে পারছি। সুতরাং যেহেতু একটি ষ্টিকি পোষ্ট ছিল, সেহেতু আমাদের কোন শক্ত প্রমান ছাড়া কথা বলা উচিত নয় কি? কেননা ষ্টিকি পোষ্টের বিরুদ্ধে ভিত্তি ছাড়া কথা বলা সম্ভবত ঠিক নয় ্ লেখক বলেছেন: আমি বিষয়টা শুধু উপস্থাপন করেছি মাত্র। আমিও তাদেরকে কিছু বলছি না।

তারা এটা করেনি বা ওটা করেনি এটাও বলছি না। আমি যা দাদির কাছ থেকে জেনেছি তাই বলছি। তাদের আতে ঘা দেবার মতও এখনই কিছু বলছি না। কারণ আমারও বিষয়টা তাদের কাছ থেকেও জানার আছে। তবে কেউ জেনে থাকলে জানান।

স্বপ্ন কথক ২০৩০ বলেছেন: আপনি কি উদ্দেশ্য নিয়ে এই পোষ্ট দিয়েছেন জানতে পারি? কেননা , উপোরক্ত কমেন্ট করে প্রথম পাতাই যেতেই দেখি আবার রিপোষ্ট দিয়েছেন। এর সম্ভব্য কারন হতে পারে, ১.বেশি হিট হয়নি তাই। ২.আপনার কাংখিত নিক গুলো এখনো আসেনি। আরো কিছু হতে পারে। ভাই, কলম দাদির জন্য সবাই করেছেন।

তার বিষয়ে জানার অধিকার তো সবারই আছে। কিন্তু তাই বলে ঘোলা পানিতে মাছ শিকার করা তো ঠিক নয়। লেখক বলেছেন: আপনি একটু জানাবেন। আপনি কি তাদের মধ্যে কেউ যারা কলম দাদির জন্য করার চেষ্টা করেছিলেন। লেখক বলেছেন: আপনার তেমন কিছু জানা থাকলে জানান।

মনজুর রনি বলেছেন: কলমাদিদির জন্য টাকা উঠেছে অনেক..আমি নিজে আমার ক্যাম্পাস থেকে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা তুলতে দেখেছি.....অনেক ক্যাম্পাস এবং প্রতিষ্ঠান থেকে টাকা উঠানো হয়েছে.. কিন্তু কোন এক অজ্ঞাত কারণে কলমাদিদির নামে ব্যাংক একাউন্ট না খুলে নিজেদর কাছেই টাকা রেখেচে তারা..এবং রাজিউর এর কথা মত আমিও শুনেছি সেইসব টাকা দিয়ে নাকি ফুর্তি করা হয়েচে.. স্বপ্ন কথক ২০৩০ বলেছেন: আমি ব্লগে পড়ে পড়ে জানার চেষ্টা করেছি। তবে এই নিয়ে ব্যাফুক ঘাটতে হয়েছে। কেননা, এই ষ্টিকি পোষ্টের ব্লগার কে গত কয়েকদিন ধরে বেশ কিছু জায়গায় খোচানে‍া হচ্ছে। আবার তার সাথে এমন একজন ব্লগারের ক্যাচাল হয়েছে যাকে আমি সন্মান করি। সুতরাং বিষয়টি সম্র্পকে জানতে হলে তার সাথে সংশ্লিষ্টরাই বলতে পারবে।

স্বপ্ন কথক ২০৩০ বলেছেন: মনজুর রনি ভাইকে, আমি নিজে আমার ক্যাম্পাস থেকে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা তুলতে দেখেছি **ধনবাদ দিয়ে ছোট করবো না আপনাদের। সত্যিই অনেক করেছেন আপনারা। আপনার ক্যাম্পাসের নাম জানতে পারি? রাজিউর এর কথা মত আমিও শুনেছি সেইসব টাকা দিয়ে নাকি ফুর্তি করা হয়েচে.. **ভাই, আমিও অনেক শুনলাম। কিন্তু বিশ্বাস করার মত কিছু পেলাম না। সুতরাং, সেই অন্ধকারেই থেকে গেলাম।

অস্তমিত গন্তব্য বলেছেন: অনেক দিন ব্লগে ঢুকি না ... আজকাল ব্লগে পড়ার মত পোস্ট পাইনা সেই সাথে প্রিয় লেখকরাও সামু ছেড়ে গেছে অনেক আগেই ... পোস্ট টার ব্যাপারে এক জুনিয়রের ফোন পেয়ে লিখতে বস্লাম ... যা হোক ... যিনি এই পোস্ট টি লিখেছেন তার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন ভাইয়া কি দাদি'র জন্য ক্যাম্পেইনে ছিলেন ??? আমি যতদুর জানি আপনি ছিলেন না ... যদি নাই থাকেন তাহলে আপনার কাছ থেকে প্রশ্ন টা কি প্রাসংগিক কিনা ... আপনাকে দোষ দিয়ে লাভ নাই ... আমরা বাংগালীরা এমনই ... কারো জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করতে তো যাবোই না ... কেউ যদি সাহস করে এগিয়ে আসে তাকে পেছন থেকে টেনে ধরবো ... সেই সাথে আড়ালে গিয়ে অনেক কথাও ছড়াবো ... ঠিক আছে ব্যাপার না ... একটা বিষয়ে আপনার পরিষ্কার ধারনা থাকা দরকার ... দাদির জন্য যে ভালো মনের মানুষগুলো এগিয়ে এসেছিলো ... তারা কেউ সাহায্য করাটাকে "জব" মনে করেনি ... আমি কি বোঝাতে পারছি ... প্রত্যেকেরই নিজস্ব জীবন আছে ব্যাস্ততা আছে এরি মাঝে সময় বের করে একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল ... দূর থেকে অনেক প্রশ্ন ও বিশ্লেষন ই করা যায় ... আর বললেন না ... দাদির জন্য যারা অনেক কিছু করলো !!! ব্লগে বা ফেসবুকে অনেকেই হাতি ঘোড়া না পারলে ইউরেনাস প্লুটো নামাই ফেলে কিন্তু বাস্তবতা তো তেমন না ... আমার একটি ব্যাক্তিগত অভিজ্ঞতার কথা বলি ... দাদির জন্য আমি আমার নিজের হলে টাকা টুলতে গিয়ে পেয়েছিলাম ১৬৫০ টাকার মত যেখানে আমার হলের ছাত্র সংখ্যা প্রায় ২০০০ ... দাদির জন্য কি করতে পেরেছি জানি না ... আমি বা আমার সাথে কাজ করা মানুষগুলির প্রায় সবাই ছাত্র ... তাই টাকা দিয়ে না হলেও ভালোবাসা বা আন্তরিকতাতে আমাদের কোন কমতি ছিলো না ... যতদুর মনে পড়ে গত ২/৩ মাসে দাদি যত দিন হস্পিতালে বা বাসাই ছিল আমাদের কেউ না কেউ উনার সাথে ছিলেন ... পোস্ট লিখেছেন ভালো করে ছেন ... আমরা দাদির জন্য কিছুই করতে পারিনি প্লিজ আপনি কিছু করে দেখান ... স্বপ্ন কথক ২০৩০ বলেছেন: পোস্ট লিখেছেন ভালো করে ছেন ... আমরা দাদির জন্য কিছুই করতে পারিনি প্লিজ আপনি কিছু করে দেখান ... সহমত। লেখক বলেছেন: আমি একটা বিষয় জেনেছি। আমি আমার ব্লগার বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের বিষয়টাও জানলাম। এতে মনঃকষ্ট পাওয়ার কিছু নেই।

আপনারা যারা ক্যাম্পেইনে ছিলেন। তাদেরকে ধন্যবাদ। আমার একটা প্রশ্ন দাদি কেন হতাশার মধ্যে আছেন। তিনি কেন আশা খুজে পাচ্ছেন ন। ইতোমধ্যে একজন বলছেন যিনি নেতৃত্ব দিয়েছেন ক্যামেপইনে তার সঙ্গে একজন ব্লগারের ক্যাচাল হয়েছে যাকে তিনি সম্মান করেন।

এটা নিশ্চয় শুভ দিক না। সার্দ রহমান বলেছেন: আমি একটা বিষয় জেনেছি। আমি আমার ব্লগার বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের বিষয়টাও জানলাম। এতে মনঃকষ্ট পাওয়ার কিছু নেই।

আপনারা যারা ক্যাম্পেইনে ছিলেন। তাদেরকে ধন্যবাদ। আমার একটা প্রশ্ন দাদি কেন হতাশার মধ্যে আছেন। তিনি কেন আশা খুজে পাচ্ছেন ন। ইতোমধ্যে একজন বলছেন যিনি নেতৃত্ব দিয়েছেন ক্যামেপইনে তার সঙ্গে একজন ব্লগারের ক্যাচাল হয়েছে যাকে তিনি সম্মান করেন।

এটা নিশ্চয় শুভ দিক না। প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: অস্তমিত গন্তব্য..কিছু মনে করবেন না.. ঠিক কারণে কলমাদিদির নামে কোন ব্যাংক একাউন্ট খোলা হয়নি একটু বলবেন?.. আমি যদিও কলমাদিদি এ কাজে সাথে নাই..তবে আমার হলে এক ছোট ভাই একাজে আছে এবং সাধ্যমত ওকে হেল্প করতে চেষ্টা করেছি.....ওকে একটু আগে এ ব্যাপারে জিজ্ঞেস করলাম কি অবস্থা..ও বলল ভাই জানি না..ভালভাবে কিছু...আমি হল থেকে টাকা তুলে এফএইচ হলের বড় ভাইয়ের কাছে দিয়েছি..উনারা কি করেছে বলতে পারব না... এই যদি হয় আপনাদের কাজের স্বমন্বয়..তাহলে এ ধরনের প্রশ্ন উঠবেই .. জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন বিবর্ন বেদনা বলেছেন: চিন্তার বিষয় প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আজমেরী- তোমার কি বেঁচে ওঠা হবেনা বোন? আপডেট ১৩ Click This Link আর টাকা পয়সার আপডেট এভাবে না দিলে প্রশ্ন উঠবেই.. অসামাজিক ০০৭০০৭ বলেছেন: আশা করবো ঘোলা পানিতে রুই কাতলা শিকার করবার ব্যার্থ চেষ্টা করবেন না, একটি পোষ্ট পরপর দু'বার রিপোষ্ট দেবার দুরভিসন্ধি আপনার উদ্দেশ্যকে স্পষ্ট করে দিচ্ছে, দাদির সাথে আধ ঘন্টা আগেও কথা হয়েছে ,দুদিন আগেও তিনি হ্দরোগ হাসপাতাল চিকিৎসা নিয়ে ফিরেছেন, জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত জটিলাতার কারণে তার নতুন একাউন্টের বদলে অগ্রনী ব্যাংকের আগের একাউন্টটিতে ফান্ডগুলো জমা হয়েছে, তাছাড়া যেকোন সময়ে যে কোন রকমের সাহায্যের কথা আসলে সরাসরি তার নিকট যোগাযোগের পথও দেখিয়ে দেওয়া হয়, মানবিক দিক থেকে দাদির জন্য প্রচারনাটা মূলত ঢা.বি ক্যাম্পাস ভিত্তিক,সে ক্ষেত্রে দাদির জন্য আমার যতটানা ডেডিকেশন থাকা দরকার তার থেকে বহুগুনে বেশী ডেডিকেশন সেই ক্যাম্পাসের তার দাদু(ছাত্র-ছাত্রী)দের থেকে আশা করেছিলাম ,কিন্তু বাস্তবতা অন্য কথা বলে, হাতে গোনা কিছু ঢা.বির ভাই-বোনদের ছাড়া কাউকেই তেমন পাওয়া যায়নি তখন দাদির পাশে , অথচ সেই প্রথম থেকে দেখে আসছি এই মানবিক কাজটিকে কলুসিত করবার জন্য অনেকেই অনেক ভাবে প্রানন্তরচেষ্টা চালাতে দেখা গেল ,উপরেই তার নমুনা দেখা গেল.... যারা কিনা কখনও এ মুভমেন্টের সাথে কোন ভাবেই জড়িত ছিলো না তারাও দেখলাম ১০-১৫ হাজার টাকা তুলে ফেলেছে, আর যেহেতু দাদি ঢা.বি ক্যাম্পাসেই বাকি জীবন থাকতে চান সেহেতু দাদির দেখভাল ঐ ক্যাম্পাসের তার দাদুদেরই বেশী দেখবার কথা,কিন্তু বাস্তবিক ভাবে তার উল্টোচিত্র দেখা গেলো, যাই হোক মানবিক দায়বদ্ধতা থেকেই একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর পাশে সবাইকে এক কারা চেস্টা করে মনে হয় অনেক বড়ো একটা ভূল করে ফেলেছি ....এটি পূরোটাই আমার দায়বদ্ধতা থেকে করা অলাভজনক সামাজিকতা,যেটিকে প্রতি পদে কলুসিত করার পায়তারা করে একদল হায়না, আমি আবারও বলতে চাই, কলমদাদির এ ব্যাপারটি আপনাদের সবার সামণে তুলে ধরে সবাইকে তার পাশে এসে দাড় করবার চেষ্টাকে ব্যর্থতা রুপ দিতে একটি মহল সেই প্রথম থেকেই সচেষ্ট ... আর এই দাদির ইস্যুতে আমার স্বচ্ছতা সবসময়রেই নিশ্চত করেই পদক্ষেপ নেবার চেষ্টা করেছি আর ব্লগার অস্তমিত গন্তব্যের সাথে স হ মত রেখে বলতে চাই "একটা বিষয়ে আপনার পরিষ্কার ধারনা থাকা দরকার ... দাদির জন্য যে ভালো মনের মানুষগুলো এগিয়ে এসেছিলো ... তারা কেউ সাহায্য করাটাকে "জব" মনে করেনি ... আমি কি বোঝাতে পারছি ... প্রত্যেকেরই নিজস্ব জীবন আছে ব্যাস্ততা আছে এরি মাঝে সময় বের করে একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল ... দূর থেকে অনেক প্রশ্ন ও বিশ্লেষন ই করা যায় ..." লেখক বলেছেন: ধন্যবাদ সামাজিক ভাই আপনাকে অসামাজিক আমি বলতে পারছি না। আপনি মনে রাখবেন আমি কোন দুরভিসন্ধি নিয়ে আমি কোন পোস্ট দিইনি। দেখতে চাই আপনারা যারা দাদির সঙ্গে ছিলেন। এখনও আছেন।

আগামীতেও থাকবেন। অস্তমিত গন্তব্য বলেছেন: ভালই বলেছেন ... ঐযে বললাম না ...আমরা বাংগালীরা এমনই ... কারো জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করতে তো যাবোই না ... কেউ যদি সাহস করে এগিয়ে আসে তাকে পেছন থেকে টেনে ধরবো ... সেই সাথে আড়ালে গিয়ে অনেক কথাও ছড়াবো ... ঠিক আছে ব্যাপার না ... একটা বিষয়ে আপনার পরিষ্কার ধারনা থাকা দরকার ... দাদির জন্য যে ভালো মনের মানুষগুলো এগিয়ে এসেছিলো ... তারা কেউ সাহায্য করাটাকে "জব" মনে করেনি ... আমি কি বোঝাতে পারছি ... প্রত্যেকেরই নিজস্ব জীবন আছে ব্যাস্ততা আছে এরি মাঝে সময় বের করে একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল ... যে যতটুকু পেরেছে সাহায্য করেছে ... কেউ হয়তো টাকা দিয়ে আর আমার মত দরিদ্র মানুষ আন্তরকতা ও পরিশ্রম দিয়ে দূর থেকে অনেক প্রশ্ন ও বিশ্লেষন ই করা যায় ... আমি যতদুর জানি ... দাদির ন্যাশন্যাল আইডি নাই ... অনেক ব্যাংকে যোগাযোগ করা হয়েছিল কোথাও করতে পারিনি , তার পরে উনার আগের যে অগ্রনি বাংকের একাউন্ট ছিলো ওটাই কাজে লাগানো হয়েছে ... আর হ্যা বাংগালীর আবেগ কতদিন থাকে জানেন তো ? আমার মতে সর্বোচ্চ ১ দিন ... দাদি র টাকা তোলা বা ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া বা রাতে তার সাথে হস্পিটালে থাকা বা তার বাসায় তার জন্য বাজার ঔষধ নিয়ে যাওয়া কাজ গুলো অল্প কজন মানুষ করেছিলো ... একটা ব্যাপার কি কখন ভেবে দেখেছে তারাও মানুষ তাদের ও আলাদা নিজস্ব জীবন আছে ক্যারিয়ার আছে ... দাদির জন্য প্রথম যখন ক্যাম্পেইন শুরু হয় তখন আমার মাস্টার্স পরীক্ষা চলছিলো ... তার পর ও এজন্য অনেক সময় নষ্ট করেছি ... আজ যারা এত প্রশ্ন তুলছেন তারা ঐ সময় তো পরের কথা দাদির পোস্টে সহমর্মিতা ও দেখাই নি ... প্লিজ ... নিজে কিছু করে দেখান ... একটি কাজ ৫০ জন অপরিচিত মানুষ একসাথে করতে গেলে কিছু সমস্যা হবে এটাই সাভাবিক ... আর সমন্ন্বের কথা বললেন তো ... দূর থেকে কত মন্তব্য করা যায় ... অনেক সহজ কাজ ... ভলেন্টারি কাজ করার জন্য অপরিচিত মানুষকে কনভিনস করা কত টাফ একটু করে দেখবেন ... আর একটা কথা আবারো বলতে চাই ... দাদি কে হেল্প করা আমাদের কারো জব ছিলো না ... যার যখন সময় হয়েছে ... যে যেভাবে পেরেছে হেল্প করেছে ... আপনি আমাদের থেকে আরো ভালো কিছু করে দেখান সেটাই প্রত্যাশা ... রাজিউর বলেছেন: অসামাজিক এখন..মেয়ে পটানোর আস্তানায় ব্যস্ত..ডোন্ট ডিস্টাপ হার.. প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ অস্তমিত গন্তব্য.... অসামাজিক ০০৭০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ@লেখক আর কিছু দিন ধরেই একটা স্ক্রিনশট ব্যবসায়ী মহলকে তৎপর দেখা যাচ্ছে,এ ব্যাপারে সেই বিশিষ্ট ভদ্রব্লগার(যিনি এটিকে তার নাম্বার দাবি করেন)তার বক্তব্য শুনতে চাচ্ছি, তার নাম্বারটা কি করে আমার কাছে এলো সেটিও তার কাছে জানতে চাচ্ছি?? অস্তমিত গন্তব্য বলেছেন: প্লিওসিন অথবা গ্লসিয়ারঃ আমি কোন ভাবে আপনাকে হার্ট করে থাকলে দুঃখিত ... আমি শুধু আমার নিজের খারাপ লাগাটা তুলে ধরতে চেয়েছি ... আমার কথা গুলো বুঝতে পারার জন্য আপনাকে ধন্যবাদ ... জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: না সমস্যা নেই..আমি যদিও এ কাজে নেই..তবে আমার হলের এক ছোট ভাই আছে ..তোর কাজ থেকে কলমাদিদির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোজ খবর নেই..তবে ও মাঝে মাঝে হতাশাপূর্ণ কথা বলে দেখে জিজ্ঞেস করলাম...... ওকে..ভালো থাকবেন.. মধ্যরাতের অশ্বারোহী বলেছেন: মুক্তিযোদ্ধার স্ত্রীকে চড় থাপ্পর মেরে আবার বড় বড় কথা!!! আজকের এক পোস্টেই এসব ভন্ডামী ধরা পড়েছে। যারা টাকা তুলছে তারা দেখাক টাকা কোথায়? ব্লগ ইউজ করে একদল লোক ইতরামিতে মেতে উঠেছে। এসব বন্ধ করতে হবে। ক্ষ্যাপা বালক বলেছেন: @মধ্যরাতের অশ্বারোহীঃ মুক্তিযোদ্ধার স্ত্রীকে চড় থাপ্পর মেরেছে এই নিউজ এর সোর্স কি? ঘটনা সত্যি হলে তো মামলা হওয়া দরকার।

আর মিথ্যা হলে আপনার বিরুদ্ধে মানহানির মামলা করা দরকার...... নিউটন বলেছেন: ক্ষ্যাপা বালক বলেছেন: @মধ্যরাতের অশ্বারোহীঃ মুক্তিযোদ্ধার স্ত্রীকে চড় থাপ্পর মেরেছে এই নিউজ এর সোর্স কি? ঘটনা সত্যি হলে তো মামলা হওয়া দরকার। আর মিথ্যা হলে আপনার বিরুদ্ধে মানহানির মামলা করা দরকার...... সহমত। @মধ্যরাতের অশ্বারোহীঃ ঘটনা মিথ্যা হলে মাথা মোটা গিরি দেখানোর জন্য আপনাকে পেদানো হবে। কলম দাদি কে যে টাকা দেয়া হয়েছে তার প্রমান দেখিয়ে 'কালোপরী' নামে এক ব্লগার ১০ ই আগস্ট, ২০১১ রাত ৯:১৫ আমার ব্লগে পোস্ট করেন একটা চিঠির ফটোকপি। সেখান থেকে জানতে পারি দাদি মাত্র ৭৭ হাজার টাকা পেয়েছেন।

অভিযোগ আছে দাদির জন্য টাকা উঠেছিল ১৪ লাখ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.