প্রয়াত সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৮৪তম জন্মদিন আজ। ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ার দিঘীরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে নির্মল সেনের সাংবাদিকতা শুরু। পরে আজাদ, দৈনিক বাংলায় সাংবাদিকতা করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। এ বছর 'কমরেড নির্মল সেন জন্মবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি' ঢাকার জাতীয় প্রেসক্লাবে এবং কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন একাডেমির হলরুমে নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মদিন পালন করবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।