নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন প্রেমিকার জবাব হাসপাতালের নার্স, আমার খাতার সেরা কবিতাটি যেন, তবু সে তো অচিন কাহিনী । বরফ বসনে তার মেধাবী যৌবন কারুকৃত চোখ-মুখ-আঙুল-কনুই, শরীরের স্ফীত অংশে প্রজন্মের খাদ্যের গ্যারান্টি । সব মিলে এ আমার কবিতার নিপুণ প্রয়াস আগামী প্রজন্মের জন্য এ আমার কাঙ্ক্ষিত ঠিকানা । বহুদিন কেটে গেলে, একদিন আদমসুরত ঠিক করে ধরা দেই বিড়ালের পায়ে : " সিস্টার, আমিই রোগী, এ আমার প্রেসক্রিপশন ..." হাসপাতালে ওয়ার্ড ভর্তি লোক,রোগী- ভাঁজকরা প্রেমপত্র সিস্টার খুলছে ভাঁজখোলা প্রেমপত্র সিস্টার পড়ছে আমার বুক কাঁপছে- রক্তঝরা দেখা অনভ্যস্ত কাপুরুষের মতোন আমি শুধু কাঁপছি-কাঁপছি- সিস্টার ফ্যাঁকাশে মুখে মাত্র এক পলক আমাকে দেখেই দৃষ্টি ফেরায়, প্রেসক্রিপশন ( প্রেমপত্র ) হাতে গুঁজে দেয় । মুখে বলেঃ “ অন্য ডাক্তার দেখান ” । // কবিতাগ্রন্থঃ কোকিলা আমার বাংলাদেশ রচনাকালঃ ২০০৫ কবি বাবু ফরিদীর জীবনী পড়ুনঃ Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।