আমাদের কথা খুঁজে নিন

   

ইরানে ছড়িয়েছে ‘ফ্লেইম’ ভাইরাস

কম্পিউটার নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব জানিয়েছে, মধ্যপ্রাচ্যে এখন ‘ফ্লেইম’ নামের কম্পিউটার ভাইরাস ছড়িয়ে পড়েছে। স্টাক্সনেট ও ডকুর পর কম্পিউটার ম্যালওয়্যার হিসেবে ফ্লেইমই সবচেয়ে বড় ঝুঁকির। ফ্লেইম নামের জটিল এই কম্পিউটার ভাইরাসের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ইরান। এক খবরে বিবিসি জানিয়েছে, ইরানের দাবি, তারা এই ম্যালওয়্যারটির প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলেছে। ক্যাসপারস্কির ভাষ্য, ফ্লেইম ম্যালওয়্যারটি নেটওয়ার্কে আক্রমণ করে তথ্য চুরি করতে ও তথ্য মুছে দিতে সক্ষম। এ ছাড়া অন্যান্য ভাইরাসের চেয়ে এর কোড আলাদা হওয়ায় অ্যান্টিভাইরাস ব্যবহার করে এটি সরিয়ে ফেলা সম্ভব নয়। ইরানের ন্যাশনাল কম্পিউটার ইমারজেন্সি রেসপনস টিম এক বিবৃতিতে জানিয়েছে, মে মাসের শুরুতেই ফ্লেইম ভাইরাসটি অপসারণ করতে সক্ষম হয়েছে তারা। যেসব প্রতিষ্ঠান এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে, তাদের জন্য নিরাপত্তাব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিয়েছে ইরান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.