যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
আজ ইরানের রাজধানী তেহরানে দুই ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসীতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। সংবাদ সংস্থা ক্যানাডা ডট কম জানাচ্ছে এক বিচারকে হত্যার অপরাধে মাজিদ কাভসিফর এবং হোসইন কাভসিফার নামের দুই ব্যক্তির প্রকাশ্য ফাঁসী কার্যকর করা হয় তেহরানের বিচারালয় এলাকায় - যেখানে কয়েকশত মানুষ উপস্থিত থেকে এই দৃশ্য প্রত্যক্ষ করে এবঙ রাষ্ট্রীয় টিভিতে এই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়।
ধরনা করা হয় যে, নিহত বিচারক মুঘাদ্দাসকে তার সর্বশেষ বিচারের রায়ের জন্যে হত্যা করা হয় - যেখানে তিনি বার্লিনে সংস্কারপন্থীদের বৈঠককের অভিযোগে সাতজন সংস্কারবাদীকে জেলে পাঠায়।
উল্লেখ্র যে, ইরানে মৃত্যদন্ড স্বাভাবিক হলেও প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকর সাধানত করা হয় না। ইরানে শারিয়া আইনে মৃত্যুতন্ডের পরিধি বৃদ্ধি পাওয়ায় আগের চেয়ে অধিকহারে মৃত্যুদন্ড কার্যকর করা হচ্ছে। গত বছরই ১৭৭ জনের ফাঁসী হয় - যা আগের বছরের চেয়ে দ্বিগুন।
© Reuters 2007
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।