প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে ইরানে সাইটগুলো হঠাৎ একদিন খোলা থাকলেও তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরানের কিছু ব্যবহারকারী ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সফটওয়্যারের মাধ্যমে দেশের বাইরের আইপির মাধ্যমে ফেইসবুক ও টুইটার ব্যবহার করে।
দেশটির নতুন প্রেসিডেন্ট হাসান রোহানি ইন্টারেনেটের উপর আরোপিত বিধিনিষেধকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন। তারপর শনিবার সাইটগুলোতে অনানুষ্ঠানিকভাবে প্রবেশ করা যাচ্ছিল। তবে কারিগরি ত্রæটির কারণেই এ ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
দেশটির সাধারণ মানুষ ফেইসবুক ও টুইটার ব্যবহার করতে না পারলেও শীর্ষ পদের কর্মকর্তারা এগুলো ব্যবহার করছেন। ইরানের অনেক নেতা সোশাল নেটওয়ার্ক সাইটে অ্যাকাউন্ট খুলছেন।
ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি ফেইসবুক ও ইন্সটাগ্রামে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলেছেন। এদিকে দেশটির নতুন প্রেসিডেন্ট হাসান রোহানি টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছে ম্যাশএবল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।