আমাদের কথা খুঁজে নিন

   

হিজড়াদের যন্ত্রণা থেকে কবে পাব মুক্তি !!!

সাধারণ মানুষের সাধারণ কথা। তারাও মানুষ! মায়া-দয়া সবার জন্য সবার আছে? তাই বলে উৎপাত করে, সন্ত্রাসী কায়দায় একটা সদ্য জন্মনেয়া শিশুর মৃত্যুর হুমকি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া। আজ পাশের বাসায় ঘটল আগামীতে আপনার-আমার বাসায় এই দৃশ্য নিজ চোখে দেখতে হবে। টাকা না পাওয়া পর্যন্ত যে, কি ঘটে আর কি ঘটায় হিজড়ারা, যিনি জীবনে ফেস করেন নাই তিনি বুঝবেন না? উলংগপনা, মালামাল নিয়ে টানা হেছড়া এমনকি ফেরেশতার মত শিশুকে নিয়ে টানা-টানি কারো মেনে নেয়ার কথা নয়। গতকাল বাসায় পৌছে জানতে পারলাম পাশের বাসা থেকে ৩ হাজার টাকা নিয়ে গেছে হিজড়ারা।

কয়েকদিন আগে ল্যাবএইডে তারা বাচ্চা হয়েছে। তাদের ঘরে ৪ বছরের একটি বাচ্চা আছে। ঐ শিশুর জন্মের পর ৫০০টাকা নিয়েছিল। তবে এইবার হিজড়াদের চাহিদা ছিল ৮ হাজার টাকা, কিন্তু অনেক কষ্ট করে ৩ হাজার টাকায় আনতে পেরেছে। হিজড়াদের এটি কি চাঁদাবাজী ? নাকি অধিকার ?? সমাজে ভাল মানুষ খারাপ মানুষ আছে এবং থাকবে।

হিজড়াদের মধ্যেও আছে। মাঝে মাঝে চোখে পড়ে অনেক চাকরীজীবি হিজড়া। ভালভাবে চলাফেরা করলে সমাজও মূল্যায়ন করে। কিন্তু এরা কারা। কাদের শক্তিতে এরা চলে।

অনেকে হয়ত অনেকভাবে আমার কথাটিকে নিচ্ছেন কিন্তু বাস্তবতাকে মেনে নিতেই হবে। আজ কিছু মানুষ তাদের যন্ত্রণার স্বীকার, কাল হয়ত আমাকেও সইতে হবে!!! তাই আসুন সবাই একটু সচেতন হই। ফেসবুক  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.