আমাদের কথা খুঁজে নিন

   

আসুন হিজড়াদের নিয়ে ভাবি।

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত সম্প্রদায় কোনটি? প্রশ্নটির উত্তরে একেকজন একেক কথা বলবেন। তবে ব্যক্তিগতভাবে আমার ক্ষুদ্র জ্ঞানে হিজড়া সম্প্রদায়কেই সবচেয়ে অবহেলিত সম্প্রদায় বলে বোধ করি। অবিহেলিত কিংবা প্রতিবন্ধী সম্প্রদায়ের জন্য বিভিন্ন সংস্থা কাজ করলেও এদের নিয়ে কাজ করেন এমন কোনো সংস্থা খুঁজে পাওয়া যাবে না। জনগণের শেষ ভরসা রাষ্ট্র ও এদের প্রতি উদাসীন। এমনকি সাম্যের প্রতিক বলে বিবেচিত সৃষ্টিকর্তাও তার নিজেরই সৃষ্টি, এদেরকে স্বীকৃতি দিতে নারাজ।

পবিত্র কুরআনে , মহান আল্লাহ প্রত্যেক প্রানীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন বলে উল্লেখ আছে। সাধারণ দৃষ্টিতে এটাকে অস্বীকার করার উপায় নেই। তবে একজন ছিদ্রানুসন্ধানী মানুষ হিসেবে আমি যদি বলি একজন হিজড়ার জন্য তিনি কোনরকমের জোড়া সৃষ্টি করেছেন তার উত্তর হয়তো একমাত্র ধর্ম বিশারদই দিতে পারবেন। এমন কী একজন হিজড়া যদি মুসলমানের গৃহে জন্মগ্রহণ করে থাকে এবং সে যদি মুসলিম মতাদর্শের হয়ে থাকে তথাপি তার মসজিদে প্রবেশ নিষেধ। আমরা জানি কেবলমাত্র চতুষ্পদ প্রাণী এবং বিধর্মীদের মসজিদে প্রবেশ নিষেধ।

যেহেতু মুসলমান হিসেবে দাবী করার পরও তারা মসজিদে প্রবেশের অধিকার রাখে না তবে কী তারা ধর্মীয় দৃষ্টিতে চতুষ্পদ প্রাণী। কোনো ব্যক্তি, সংস্থা, রাষ্ট্র কিংবা ধর্ম-কে হেয় প্রতিপন্ন করার জন্য আমার এই লেখাটিকে বিবেচনা করবেন না। আমি শুধু বুঝাতে চেয়েছি মানুষ হয়েও এরা কতোটা অবহেলিত। একজন হিজড়া মানুষের গর্ভেই জন্মগ্রহণ করে। আপনার, আমার সন্তানও একজন হিজড়া হয়ে জন্মগ্রহণ করতে পারে।

কাজেই এদের অবহেলা না করে একজন মানুষ হিসেবে এদের গণ্য করে সমাজের মূলস্রোতে আনয়নের দায়িত্ব আমার, আপনার, রাষ্ট্র, ধর্ম নির্বিশেষে সকলের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.