আমি অতি সাধারণ মানুষ আজকাল প্রায়ই সহিহ হাদিস অনুসরণ নিয়ে বিভিন্ন লেখা-পোষ্ট বিভিন্ন ওয়েবসাইটে দেখি। আমার কিছু বন্ধুও এ নিয়ে খুব কথাবার্তা বলছে। তাদের বক্তব্যের সারকথা হচ্ছে তারা সরাসরি হাদিস মানবে, কোন মাজহাব মানবে না। মাজহাবে ভুলভাল আছে, তাই তারা সরাসরি হাদিস মানবে। মাজহাব নিয়ে তাদের অনেক সমস্যা।
আমি যাদের সাথে এ বিষয়ে তর্ক করেছি তারা কেউ মাদ্রাসায় পড়েনি। “আমি ভাত খাই”- এ কথাটার আরবি ট্রান্সলেশন করতে দিলে একজনও পারবে কিনা সন্দেহ আছে। অথচ এরা গলার রগ ফুলিয়ে কোরআন হাদিস নিয়ে বিতর্ক করে। অনেকে প্রখ্যাত আলেম-ওলামার কথাকেও গ্রায্য করতে চায় না। তারা বাংলায় একটু কোরআন হাদিস পড়ছে, বিভিন্ন তাফসির পড়ছে আর কোরআন হাদিস নিয়ে বেজায় তর্ক-বিতর্ক শুরু করে দিয়েছে।
এক আলেম একবার আক্ষেপ করে বলেছিলেন- এখনতো এদেশে ঘরে ঘরে মুফাসসির আছে।
ধরুন কামালের খুব ইচ্ছা সে ডাক্তার হবে। কিন্তু সে ভর্তি পরীক্ষায় কোন মেডিক্যালে চান্স পেল না। কামালের বোজম ফ্রেন্ড জামাল মেডিক্যালে চান্স পেল, ভর্তিও হল। কামাল একদিন জামালের বাসায় গেল।
মেডিক্যালে জামাল কি কি বই পড়ছে তার লিস্ট নিল। তারপর বাসায় এসে কামাল ঐসব বই কিনে পড়ালেখা শুরু করে দিল। পাঁচ বছর পর জামাল এমবিবিএস পাশ করল, ডাক্তার হল। কামালও কি পাঁচ বছর পর ডাক্তার হবে? তার পক্ষে কি আদৌ ডাক্তার হওয়া সম্ভব? নাকি তার কোন ডাক্তারি সাজেশন লোকে শুনবে? সে যদি ডাক্তারি করে তাহলে লোক বাঁচবে না মরবে?
সামান্য এক ডাক্তার হওয়ার জন্য যেখানে আপনাকে মেডিক্যালে পড়তেই হবে, সেখানে সমগ্র মানবজাতির হেদায়াতের জন্য, সকল সমস্যার সমাধানের জন্য যে কোরআন নাজিল হয়েছে, যে হাদিস মহানবি (সঃ) আমাদের সঠিক দিকনির্দেশের জন্য বলেছেন, তা আমরা বাসায় পড়ে পড়ে নিজেরাই বুঝে যাব এর চেয়ে গাঁজাখুরি কথা আর কি হতে পারে? যারা মাজহাব করেছেন তাঁরা একেকজন মুসলিম স্কলার, তাঁরা আরবি ভাষা ও সাহিত্যে পন্ডিত ছিলেন। তাঁরা আজীবন এই কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছেন।
তারপর তাঁরা মতামত দিয়েছেন। আপনার মনে কোন প্রশ্ন থাকলে আপনি কোন ভাল আলেমের কাছে জিজ্ঞেস করেন, দরকার হলে কয়েকজন আলেমকে জিজ্ঞেস করেন, আপনি আপনার উত্তর পাবেন। কিন্তু নিজে নিজে কোন ব্যাখা দাড় করবেন না। এতে আপনি বিপথে চলে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে সৎপথে, সঠিকপথে থাকার তৌফিক দান করুন।
আমিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।