আমাদের কথা খুঁজে নিন

   

এভারেষ্ট দিবস- ২০১২

আসসালামুআলাইকুম বন্ধুরা ২৯ ই মে বিশ্বব্যাপি এভারেষ্ট দিবস পালন করা হয । ১৯৫৩ সালের এই দিনে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারী এবং নেপালের শেরপা তেনজিং নোরগে মিলে প্রথম এভারেষ্ট জয় করে । ১৯৮৬ সালে তেনজিং নোরগে এবং ২০০৮ সালে স্যার এডমন্ড হিলারী মারা যাবার পর তাদের প্রতি শ্রদ্ধা জানাতে নেপাল সরকার এই দিনটিকে এভারেষ্ট ডে হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় । বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম তিনজন এভারেষ্টে সামিট করেছে । যার মধ্যে দুইজনই মেয়ে ।

তাই এবারের এভারেষ্ট দিবস আমাদের তরুন সমাজের মাঝে ব্যাপক আলোরন সৃষ্টি করবে । এবারের এভারেষ্ট দিবসে বাংলাদেশ পাচ্ছে এভারেষ্ট বিজয়ী বাংলাদেশী দুই নারীকে । যা বাংলাদেশের এডভেঞ্চার জগতের সবাইকে আরো অনুপ্রানিত করবে । ২০০৮ সালে বিশ্বব্যাপী প্রথমবার এভারেষ্ট দিবস পালন করা হয় । বাংলাদেশের এডভেঞ্চার জগতের অন্যতম ক্লাব “ভ্রমণ বাংলাদেশ” ২০০৮ সাল থেকে বিভিন্ন কর্মসূচী ও অনুষ্ঠান মাধ্যমে দিবসটি পালন করছে ।

তারই ধারাবাহিকতায় শাহবাগস্হ চারুকলা ইন্সটিটিউটের বিপরীতে ছবির হাটে এবার দিবসটি পালনের আয়োজন করতে যাচ্ছে “ভ্রমণ বাংলাদেশ”। এবারের এভারেষ্ট দিবসে তরুন প্রজন্মে জন্য ভ্রমণ বাংলদেশের আয়োজনে থাকছে এভারেষ্ট বিজয়ী বাঙ্গালীদের ছবি, এ পর্যন্ত ভারতের “হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট “ ও “ নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং ” থেকে পর্বতারোহন প্রশিক্ষনগ্রহনকারী মোট ৪৫ জন বাংলাদেশীদের ছবি ও নামের তালিকা , পর্বতারোহন বিষয়ক বই, পর্বতারোহনের সরঞ্জাম প্রদশনী, পর্বতারোহীদের মিলনমেলা, পর্বতারোহন প্রশিক্ষনগ্রহনকারীদের পরষ্পরের পরিচিত ও অভিজ্ঞতা বিনিময়। এডভেঞ্চার বিষয়ক প্রশ্ন-উওর পর্ব, সন্ধ্যায় পর্বতারোহন বিষয়ক মুভি ও ডকুমেন্টরি । শাহবাগস্হ চারুকলা ইন্সটিটিউটের বিপরীতে ছবির হাটে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত চলবে এই প্রদশনী ও আয়জেন । এই আয়োজন সবার জন্য উন্মুক্ত ।

আপনারা স্বপরিবারে-বন্ধু-বান্ধব সহ আমন্ত্রিত । A Film Show for Everest Day-2012 Club Members and Interested People are Requested to Attend the Program. যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন -- Contact : Arshad Hossain Tutul- 01711-645246 or 01911-972079 Abu Bakker-0171-4444330 or 01611-277250 Tahsin Shahed-01610-555500 Robiul Hasan Khan Mona -01711-277250 or 0119-8182-888, & Celebreat Everest Day-2012 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.