২৯ ই মে বিশ্বব্যাপি এভারেষ্ট দিবস পালন করা হয । ১৯৫৩ সালের এই দিনে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারী এবং নেপালের শেরপা তেনজিং নোরগে মিলে প্রথম এভারেষ্ট জয় করে । ১৯৮৬ সালে তেনজিং নোরগে এবং ২০০৮ সালে স্যার এডমন্ড হিলারী মারা যাবার পর তাদের প্রতি শ্রদ্ধা জানাতে নেপাল সরকার এই দিনটিকে এভারেষ্ট ডে হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় ।
এবারের এভারেষ্ট দিবস আমাদের তরুন সমাজের মাঝে ব্যাপক আলোরন সৃষ্টি করবে । এবারের এভারেষ্ট দিবসে বাংলাদেশ পাচ্ছে দুইজন এভারেষ্ট বিজয়ীকে ।
যা বাংলাদেশের এডভেঞ্চার জগতের সবাইকে আরো অনুপ্রানিত করবে ।
২০০৮ সালে বিশ্বব্যাপী প্রথমবার এভারেষ্ট দিবস পালন করা হয় । বাংলাদেশের এডভেঞ্চার জগতের অন্যতম ক্লাব “ভ্রমণ বাংলাদেশ” ২০০৮ সাল থেকে বিভিন্ন কর্মসূচী ও অনুষ্ঠান মাধ্যমে দিবসটি পালন করছে। এরই ধারাবাহিকতায় শাহবাগস্হ চারুকলা ইন্সটিটিউটের বিপরীতে ছবির হাটে এবার দিবসটি পালনের আয়োজন করতেযাচ্ছে “ভ্রমণ বাংলাদেশ”।
এবারের এভারেষ্ট দিবসে তরুন প্রজন্মে জন্য ভ্রমণ বাংলদেশের আয়োজনে থাকছে এভারেষ্ট বিজয়ী বাঙ্গালীদের ছবি, ভারতের “হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট “ ও “ নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং ” থেকে পর্বতারোহন প্রশিক্ষনগ্রহনকারী মোট ৪১ জন বাংলাদেশীদের তালিকা ও ছবি , পর্বতারোহন বিষয়ক বই, পর্বতারোহনের সরঞ্জাম প্রদর্শনী, পর্বতারোহীদের মিলনমেলা, পর্বতারোহন প্রশিক্ষনগ্রহনকারীদের পরষ্পরের পরিচিত ও অভিজ্ঞতা বিনিময়।
এডভেঞ্চার বিষয়ক প্রশ্ন-উওর পর্ব, সন্ধ্যায় পর্বতারোহন বিষয়ক মুভি ও ডকুমেন্টরি ।
শাহবাগস্হ চারুকলা ইন্সটিটিউটের বিপরীতে ছবির হাটে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত চলবে এই প্রদশনী ও আয়জেন । এই আয়োজন সবার জন্য উন্মুক্ত ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।