আমাদের কথা খুঁজে নিন

   

রহস্য

সাদা কুয়াশা জ্যোস্না রাত, দেয়ালে তোমার ছায়া,আমি আঁধারে একা হেটে যাই,বুঝি না কোনটা ভালোবাসা আর কোনটা মায়া ।

রক্তাক্তো আমি বহু বছর ধরে এই ক্ষরন কবে শেষ হবে সুনামির জল রাশির চাপ ও হার মানবে কিসের জন্য এইসব ধুপছায়ায় এই জীবন মুক্ত বাতাস আর নগন্য এই আমাকে কবে পালাতে দিবে আমার মুক্তির জন্য কি বিদ্রোহের দরকার আছে? তাহলে আমার রক্তের অনু চক্রিকা গুলো তা ও করবে এই অজানা সব রহস্য আমার ভিতর আমি জড়িয়ে নক্ষত্রের আলোয় আমি পথ খুজি সেই পথে আবার জোনাকিরা আলো ফেলে আমি ভাবি আমাকে যে আলো পথ দেখানোর কথা তার বসবাস কি ওই দূর নক্ষত্ররাজির মাঝে নাকি জোনাকির ভিড়ে সে মিশে আছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।