আমাদের কথা খুঁজে নিন

   

রহস্য

আলগা করোগো খোপার বাধন দিল ওহি মেরা ফাস গেয়ি, বিনোদ বেনির জরিন ফিতায় আন্ধা ইসক্ মেরা কাস গেয়ি।

জেলের অন্ধকার কুঠিরে মোর দেহখানি, শুনে মৃদু আওয়াজে এ কার বানী? দারোগা মোরে কয়, রহস্যের দানা খুলে দিলেই তো, ও হে নির্বোধ তোর মুক্তি হয়। মোর পায় হাসি, জানি গলায় ঝুলবে হয়তো, একদিন শুধুই ফাঁসি! তাও কই হেসে, ও হে বাবু শোনো তবে। "রহস্যের অন্তরালে থাকে যে রহস্য, তা জানার জন্য থাকা চাই আদর্শ! রহস্যের দানা খুলতে লাগে জানা, চেনা হলেও মানুষ থেকে যায় অনেক অচেনা। " আমি তোমায় খুলে দিব সব রহস্যের দানা, যদি আমায় দিতে পারো ফিরিয়ে, ডাষ্টবিনের পাশে পড়ে থাকা শিশুটির, হাসি-মাখা মুখ খানা।

সব রহস্যের হবে অবসান, ফিরিয়ে দাও মোরে, এই ধরনীর তীরে, বাঊল আর লালনের গান। থাকিবে না কোনো রহস্য, সব ই হবে ভস্ম, যদি একদিন শুনি কাউকে গাইতে, বাঙ্গলা মায়ের গান। স্বাধীনতা এনেছিলো সাত কোটি বাঙ্গলী, করেছিলো বাঙ্গলা মাকে চুম্বন, এখন এতো বাঙ্গলীর ভিড়েও, থাকে কানো এতো রহস্য? পেরোছো কি তোমরা তা করিতে উন্মোচন! পার নিতো তা, কেন লেগে আছো, শুধু মোর পিছে অযথা। দুঃখিনি জননীর নাই কোনো কমতি যে দেশে, টাকার কুমিররা সেই দেশে! এখনো তো হাসে। করে দিবা রাত্রি ক্ষৎ-বিক্ষৎ, মোর বাঙ্গলা মায়ের কোল! এতো কিছু থাকিতে তুমি শুধু মোরেই বলছো, তোর রহস্যের পর্দা খোল।

কানো গো বাবু ! রয়েছো তুমি সিরফ মোর পিছে পরে, দেখিতে কি পাওনা, কতো পাপ হচ্ছে , এই ধরণীর বুকে, শুধুই অগোচরে। খুলো তাদের রহস্য, করো তাদের ভস্ম, দাও হুনকার, আনো স্বাধীনতার ঝনকার, করো তাদের বিণাশ, যারা করে দিবা-নিশী, বাঙ্গলা মায়ের সর্বনাশ। বলতে হবেনা মোরে, এ শুধু মোর আকাশ-কুসুম স্বপ্ন, হবেনা যার কখনোই কোনো অন্ত, থেকে যাবে মোর বাণী, এ অন্ধকার কুঠিরে, শুধু হয়ে লেখা, সকলের চক্ষুর অগোচরে। তাও বলি আমি, যদি থাকে বিবেকের গ্লানি! মোছে ফেলো সব পাপ পুন্যের অনলে, আবার হয়ে যাও শিশু, না হয় শুধু একটু কান্নার ছলে। দিয়ান মাহমুদ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।