আমাদের কথা খুঁজে নিন

   

রহস্য আছে



একটু ভাবুন। বাংলাদেশ-ভারতের মধ্যে যখন কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হয়, তখনই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিডিআর-বিএসএফ গোলাগুলি হয়। হতাহতের ঘটনা ঘটে। আজও চাপাইনবাবগঞ্জে বিডিআর-বিএসএফ সংঘর্ষে ২ বিডিআর সদস্য নিহত ও এক বিএসএফ সদস্য নিহত (বিএসএফের মতে আহত) হয়েছে।

এর আগে ভারতের শীর্ষ কর্মকর্তারা যখন বাংলাদেশ সফর করেছেন, তখনও এ রকম ঘটনা ঘটেছে। আমার মনে হয়, এটা ইচ্ছাকৃতভাবে করানো হচ্ছে। এর মধ্যে কারো কারো হাত থাকতে পারে। বাংলাদেশে যারা ভারতবিরোধী এবং ভারতে যারা বাংলাদেশবিরোধী তাদের হাত থাকতে পারে। বাংলাদেশে জামায়াত ও স্বাধীনতাবিরোধীরাও জড়িত থাকতে পারে।

কারণ তাদের রয়েছে একট্রা পাওয়ার। এবং তাদের উদ্দেশ্য পরিস্কার, তারা বাংলাদেশ-ভারতের মধ্যে সুসম্পর্ক চায় না। তারা না বুঝে ট্রানজিটের বিরোধিতা করে। এবং এই বিরোধিতাকে রাজনৈতিকভাবে কাজে লাগায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।