পুরুষ্ট উরুতে বৃষ্টিপাত
ছয়লাব হয়ে যায় মাঠ-ঘাট চারদিক,
জন্মের নাভিমূলে মরণ
জন্মে জন্মে পিতা-পুত্র চিনে নেয় ঠিকঠিক।
লাঙ্গলের ফলায় মাটির তলায়
অকুরোদগম হয় সু-ফলা বীজ,
বাটোয়ারা হয় ভুমির পরিমান
নামে বে-নামেই তালুক হয় লীজ।
পিতা-পুত্র নিভৃতে খোঁজে রহস্য
একি খন্দে গমন পরমপরায়,
খন্দের পরিমাপ রয় যে অজানা
কর্ষিত ভুমি মা-স্ত্রীর মর্যাদা পায়।
অবাক চোখে পিতা-পুত্র তাকিয়ে থাকে
আয় জাতীস্বর আয়; বারবার ডাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।