পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! আরে বাবা আমি কি তোমার মন পড়তে পারি নাকি ? আমি কি মাইন্ড রিডার যে তোমার মনের কথা আমি পড়ে নিবো ... তোমার মনের কথাটা না বললে কেমনে বুঝবো মেঘ নাকি বৃষ্টি এর অবস্থান !! সুর ঝংকার নাকি ছন্দ ভাঙ্গার হাহাকার !!! সেতারার কোমল সুর নাকি ছিরে যাওয়া বাদযন্ত্রে বিকট শব্দ যাহা আকাশ এর বিজলি চমকানোর মতো দিলে আঘাত হানে এমন ?? বাতাস ভালোবাসি কিন্তু ঝড়-বাতাস যা উলট পালট করে দেয় তার কাম্ম করে না কেউ আপনার উত্তর কি এমন কিছু , আপনার মনে করা কি এমন কিছু , আপনার ভাবনা কি এমন কিছু , আপনার মনঃস্থিরতা কি নেই !! আজ নিয়া তিন তিনটা দিন হতে চলেছে বারবার লগ-ইন করে মুখটা বাংলার পাচঁ এর মতো হয়ে যায় !! দেখি তোমার কোন উত্তর নাই !! অপেক্ষার পালা চলছে নাকি আমার ? প্রতিক্ষা নামক শব্দের সাথে অতি পরিচিত নয় কি তাই অল্পতেই দিশেহারা হয়ে যাই !! !! জানি তো এইসব পাগলামো সবার কাছে মিনিংপূর্ণ নয় , পাই বা না পাই কিছু তাতে কি স্মৃতির কোঠরে থাকবে বেচেঁ অনুভূতি !! যতটুকু বাচ্চাপনা করি না কেন আমি-তুমি কিংবা আমারা আমি জানি আমার এই সব পাগলামোর কোনটাই তোমার কাছে ধোয়াশা নয় , কিছু না কিছু তোমার বোধগম্যতা আছে বইকি !! যাই হোক একটা কথা >আমি বলছি না কথা বলতেই হবে কিংবা মেসেজ দিতেই হবে , এইহা কিন্তু বিকারগ্রস্ত মস্তিস্কের ভাবনা বা চাওয়া বা অন্য কিছু , আমি জানি সব কিছুর মিলে না !! তাই নিজের যা ভালো লাগবে তাই করবেন !! বাধ্যকতার কিছু নাই !! মনের বিরুদ্ধে কিছু করা ঠিক না !! আমি ব্যাক্তি স্বাধীনতা বিশ্বাস করি এবং প্রকাশও করি !! SORRY আমার ব্যাবহার অথবা আমার অচরনে যদি বিরক্ত হয়ে থাকেন !! দুঃখিত !! { অতি কল্পনা প্রবন হয়ে যাচ্ছি কিনা বুঝতে পারছি না বাস্তবিক হওয়া দরকার তাই না }
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।