যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
একসময় আমরা বাঙালিরা এটা ভাববো নির্ঘাত। ভেবে দুঃখভারাক্রান্ত হবো যে বাংলাদেশ মূলত দ্বি-খণ্ডিত। আমরা পাশাপাশি দুটো রাষ্ট্রে বিচ্ছিন্ন হয়ে আছি। আমি জানি না কবে সেই ভাবনাটা গ্রন্থিত হবে, কবে এই দুই ভূখণ্ডের সকল বাঙালি নিজেদের বিচ্ছিন্নতাকে নিয়ে অসুখী হয়ে উঠবে - একত্রিত হতে চাইবে!
এখনও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অধিবাসীরা যার যার দেশ নিয়ে সন্তুষ্ট - খুব কম সংখ্যক মানুষ হবে যারা হিন্দু-মুসলিম পরিচয়ের ঊর্ধ্বে উঠে একটা ইউনাইটেড বাংলাদেশের স্বপ্ন দেখার সাহস রাখেন।
একবারও কি মনে হয় না, আমরা কেনো বিচ্ছিন্ন? আমাদের ভেতরে সাম্প্রদায়িক অবস্থানের কেনো এই রাষ্ট্রীয় পর্যায়ের বিভাজন? কেনো আমরা দীর্ঘদিন, যুগের পরে যুগ স্পিরিট অব ডিভিশনের অচল থিউরি নিয়ে দুটো আলাদা রাষ্ট্রে বিভাজিত থাকবো!
এই খণ্ডিত বাংলাদেশ নিয়ে আমরা কি যুগের পরে যুগ, শতাব্দীর পরে শতাব্দী কাটিয়ে দেবো? কবে ইউনাইটেড স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করবে মানুষ? কবে????????????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।