আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখবোধ থেকে জন্ম নেয় আমাদের শ্রেষ্ঠ পংক্তিমালা।

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কষ্ট কষ্ট হলো জলের মতোন আকার বিহীন ; হরকে রকম ক্যানভাসেতে রঙে রঙিন। কষ্ট-ধারা বুকের ভেতর বরফ চাকা, সপ্ত রঙে বসতি করে ভীষন ফাঁকা। হাড়ের ভেতর টনটনানি অনেক ব্যথা বলতে নারে বুক ভেঙ্গে যায় হাজার কথা। কষ্ট হলো দুপুর বেলায় সূর্য গ্রহণ ; নদীর ধারা বন্ধ করা পাথর-বাঁধন। বানের জলে ভেসে যাওয়া ক্ষেতের ফসল, দুপুর বেলা কাঠ-ফাঠা রোদ তেষ্টার জল না পাওয়ার এক ব্যকুলতার জীবন-ধারা; জোসনা রাতে আকাশ ভাঙ্গা বৃষ্টি ঝরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.