ভবের খেয়া এবার বাওয়া হইল আমার শেষ; এবার তরী ভাসিয়ে দিলাম পরপারের দেশ । ।
দ্যা গ্রে (২০১১)
অ্যাকশন, অ্যাডভেঞ্চার
ডিরেক্টর - জো কারনাহান
অভিনয়ে - লিয়াম নিসন, ফ্র্যাঙ্ক গ্রিলো, ডারমট মালরুনি
আইএমডিবি রেটিং ৭/১০
ডাউনলোড - ২টি টরেন্ট লিঙ্ক - ৭৫১ এমবি + ৫.৪৬ জিবি
কাহিনী সংক্ষেপ - বরফঢাকা আলাস্কার গভীরে একটি তেল খনি। সভ্যতার থেকে অনেকদূরে তেল খনির শ্রমিকদের একটা ছোট দল - কাজের অবসরে যাদের একটাই চিন্তা কবে ছুটি মিলবে, প্রিয়জনের সাথে কবে আবার দেখা হবে। অটওয়ে (লিয়াম নিসন) একজন পেশাদার শিকারি ও মার্কসম্যান।
এই খনিতে তাঁর দায়িত্ব হল, স্নাইপার রাইফেল নিয়ে দিনভর টহল দেয়া - খনির পাশের গহীন বন থেকে প্রায়ই নেকড়ে ও সাদা ভালুক এসে আক্রমন করে, সেগুলোকে গুলি করে মারা। অটওয়ে, আর দশটা মানুষের থেকে বেশি নিঃসঙ্গ, তার একমাত্র মেয়েটিকে সে সবসময় মিস করে, সে প্রায়ই আত্মহত্যার চিন্তা করে আর মেয়ের কাছে লেখা নিজের একটা চিঠি বারবার পড়ে।
একদিন ছুটি মিলল, একদল ছুটি পাগল শ্রমিকদের দলে জুটে যেয়ে অটওয়ে একটি বিমানে উঠে বসল। বিমান উড়ল, ঘরমুখি শ্রমিকদের কোলাহলের মধ্যে অপাংতেয় অটওয়ে তন্দ্রায় তলিয়ে গেল। হঠাৎ বিমানের ইঞ্জিন গোলযোগে আগুন ধরে যেতে পাইলট নিয়ন্ত্রন হারিয়ে ফেলল, বিমানটি বিধ্বস্ত হল আলাস্কার আরও গহীনে, নিষ্ঠুর বরফ আর বরফের রাজ্যে।
জ্ঞান ফিরলে অটওয়ে দেখল, তারা যেন এক বরফের মরুভুমিতে পরেছে, দূরে নিকষকালো বন। ২৫/৩০ জন যাত্রীর মধ্যে নিজেকে নিয়ে কেবল ১০ জন বেঁচে আছে, সবাই আহত, ২ জন তখনই মারা গেল, বেঁচে থাকল ৮ জন।
রসদ আর মজুদ চেক করতে যেয়ে দেখা গেল, জিপিএস কাজ করছে না, ওষুধ, খাবার আর পানি খুবই সীমিত, রাইফেলের গুলি আছে মাত্র কয়েকটি, আগুন জ্বালানোটা আরও বড় সমস্যা। মেরুর সন্ধ্যা দ্রুত নামলো, তখনই আসল বিপদের উপস্থিতি টের পাওয়া গেল - তাদের চারপাশ ঘিরে অপেক্ষা করছে হিংস্র নেকড়ের একটা দল। আগুন নিয়ে প্রস্তুত হতে না হতেই, ক্ষুধার্ত নেকড়েরা একজন কে উঠিয়ে নিয়ে গেল - রইল বাকি ৭।
বাঁচার সংগ্রামই সবচেয়ে বড় সংগ্রাম। পরদিন অটওয়ের নেতত্বে আহত বিপর্যস্ত শ্রমিকের দল শুরু করল তাদের অভিযান। তাদের লক্ষ্য - বৈরী, শ্বাপদ সঙ্কুল প্রান্তরে টিকে থেকে, নেকড়েদের মূল আস্তানা এড়িয়ে একটা নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া। কিন্তু তারা জানেনা যে, দিকভ্রান্ত হয়ে তারা আসলে নেকড়েদের মূল আস্তানার দিকেই চলেছে..............
আমার মূল্যায়ন - ভীষণ লোমহর্ষক অ্যাডভেঞ্চার ও সারভাইভাল থ্রিলার। সবার দেখা উচিৎ।
কাল রাতে ৫.৪৬ জিবি ব্লুরে-রিপ দেখে আমি শিহরিত ও চমৎকৃত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।