আমাদের কথা খুঁজে নিন

   

কথোপকথন : ফানুস ভালোবাসা

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত >> ঐ == কি ? >> ভাল্লাগে না == এরপর ? >> এরপর আবার কি ? == পরের লাইন টা কি ? >> এর পরের কোনো লাইন নেই == তাইলে অফ যা >> না আমি অফ যাব না == তাইলে বলতে থাক >> আরে তোর সমস্যা টা কি ? == কোনো সমস্যা নেই তো >> আজকে যা বলছি সব উড়িয়ে দিচ্ছিস যে ? == আজকাল ডানা এর ব্যাবসা শুরু করেছি তো , তাই তোর কথাগুলোর পিঠে ডানা লাগিয়ে উড়িয়ে দিচ্ছি ... >> আমায় দুটো ডানা দিবি ? == কোথায় উড়ে যেতে চাস ? >> দিবি কি না বল ? == মনে কর দিলাম , এর পর ? >> তোর পিঠে লাগিয়ে উড়িয়ে দিবো == এ্যাঁ ... মানে কি ? >> আমার কথাগুলোকে যেমন উড়িয়ে দিচ্ছিস , তোকেও তেমন করে উড়িয়ে দিবো == কোথায় ? >> কোথায় আবার , যেখানে তোকে পাঠানো দরকার সেখানে == সেটা কোন জায়গা ? >> জাহান্নামের চৌরাস্তায় == হা হা হা .... আচ্ছা ঠিকাছে , পাঠিয়ে দিস ... আর কিছু ? >> ধুর , তুই একটা বোরিং পদার্থ == তবুও ভাল অপদার্থ বলিসনি ... শুনে ভালো লাগলো >> ধ্যাৎ ... তোর সাথে কথা বলাই ভুল হইসে == তো কি করতে চাস তোর এই এলেবেলে কথা বলে অন্য কারো মাথা নষ্ট করবি নাকি ? >> হ্যা করবো , কোনো সমস্যা ? == নাহ ! সমস্যা নেই , তবে ঘটনা হলো ... >> কিসের ঘটনা ? == আরে কোনো দুর্ঘটনা না , ঘটনা ... >> সেইটা কি ? == ফানুস উড়াবি ? >> এর মধ্যে হঠাৎ ফানুস কোথা থেকে এলো ? == উড়াবী কি না বল ... >> এই রাতে কোথা থেকে আসবে ও সব ? == আমার হাতটা ধর ... >> ধরলাম , যদি এলেবেলে কিছু করেছিস তো তোর হাত মচকে দিবো বলে দিলাম ... == ঠিকাছে দিস .... == এবার চোখ বন্ধ কর ... >> করলাম == চারিদিক অন্ধকার ... তুই দাড়িয়ে আছিস ... >> হুমম ... == পায়ের নীচে হালকা ভিজে , নরম কিছু অনুভব করছিস ? >> হ্যা , কিন্তু কি ওগুলো ? == কুয়াশা ভেজা ঘাস ... >> হুমম ... == এবার আস্তে আস্তে চোখ দুটো খোল ... >> চারিদিকে এত অন্ধকার কেন ? == কারণ তুই মাঝ রাতে বিশাল খোলা মাঠের মাঝে দাড়িয়ে আছিস >> আমায় অন্ধকার কে যে অনেক ভয় ... == আমার হাত টা শক্ত করে ধর , আর আকাশের দিকে তাকিয়ে দেখ ... >> কিচ্ছু দেখি না তো ... == যদি বেশী ভয় করে তবে আরো শক্ত করে হাত টা ধর , এখন ভয় কমছে একটু ? >> হুমম ... কিন্তু অন্ধকার তো ... == অন্ধকারের মাঝেই , ঐ দুর আকাশে দেখ তো কিছু দেখা যায় কি না >> উহু .... কিচ্ছু না == ঐ যে ... ঐ ডান দিকে , দেখ ... ছোট্ট একটা আলো , আবার টুপ করে নাই হয়ে গেল দেখতে পাচ্ছিস ? >> এত জলদি চলে গেলে কেমন করে দেখবো ? == আচ্ছা আবার যখন আসবে তখন দেখিস ... ঐ তো ... ঐ যে দেখ >> কি যেন দেখা যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না == আরেক্টু চেষ্টা কর ... ঐ যে এবার কয়েকটা এক সাথে আসছে দেখ দেখ ... ঐ যে উপরের দিকে ... >> আরে তাই তো ... == ঐ যে আরো কয়েকটা , দেখ দেখ ... উপরের দিকে উঠে যাচ্ছে >> বাহ ; সুন্দর তো ... == এখন দেখ কত্তগুলো এক সাথে আকাশে উড়ছে .... >> কি সুন্দর ... কিন্তু ওগুলো অত দুরে কেন ? == চল কাছে গিয়ে দেখি .... >> আচ্ছা ; চল ... হাত ছাড়িস না কিন্তু == ঠিকাছে ছাড়ছি না ... এখন ফানুস গুলো অনেক বড় করে দেখতে পাচ্ছিস , দেখ তো ভালো করে , >> হ্যা , তাইতো ... == ঐ যে , দেখ , বড় ফানুস টা তোর দিকেই নেমে আসছে ... >> হ্যা হ্যা ... যেন হাত বাড়ালেই ধরা যায় , কিন্তু ওতে কি লেখা ? == তুই পড় ... >> তুই বল না প্লীজ .... == ফানুস টায় লেখা আছে ... " থ্যাংস ফর ইওর স্মাইল "  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।