আমাদের কথা খুঁজে নিন

   

কথোপকথন

আমারও লিখার অধিকার আছে......... -হ্যালো। আমাকে চিনতে পেরেছো? …ওহ, তুমি! -অবাক হওনি? …অবাক!! অবাক তো সেদিনই হওয়ার কথা ছিল,যেদিন তুমি নিরবে প্রস্থান করেছিলে। কই তখন তো অবাক হইনি। -কেমন আছো? …যেমন থাকলে জীবন কেটে যায়। রংহীন জীবনে নিজেকে ফিরে পাবার লরাইয়ে ব্যস্ত ছিলাম।

ফিরে পেয়েছিও বটে। -আমার উপরে রেগে আছো? …যেখানে ভালবাসারই কোন অধিকার নেই,সেখানে কি করে রেগে থাকি? আর অনধিকার চর্চাই বা করি কি করে!! (অতঃপর ছন্দপতন। ক্ষণিক পরে লাইনটা কেটে গেলো। হয়তো কিছু বলতে চেয়েছিলে। না বলা কথা গুলো বলা হোল না তোমার।

না বললেও বুঝে নিয়েছি তোমার কথার অর্থ। সুখে আছো,এইতো? ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।