আ মা র আ মি
- আজ কত তারিখ?
- সময় তো চলছে তার নিজের পথে।
আমার কি সাহস
তাকে প্রশ্ন করার?
তবে, তুমি যখন জানতে চেয়েছো,
তো খুজে দিতে পারি।
গতকাল তুমি আমি মিলে দুই,
আজ আমি এক,
পাশাপাশি দুটো দিন,
আজ একুশ,
একুশ তারিখ।
- আজ কি বার?
- গতকাল পাশে তুমি ছিলে,
ছিলো জোছনা,
কদমতলায় বসে ভিজেছি জোছনায়।
গতকাল ছিলো জোছনার দিন।
আজ মাথার উপর গনগনে সূর্য।
আজ সূর্যের দিন,
আজ রবিবার।
- এখন সময় কত?
- মনেপড়ে,
আমরা ছুটেছি অবিরাম,
সাথে সময়,
পুরোটাই খেয়েছি চেটেপুটে,
সময়ের উচ্ছিষ্ট ছিলো না এতটুকু।
গতকাল সময় ছিলো অসীম,
কেননা পাশে তুমি ছিলে।
তবে আজ নিশ্চয়ই
আমরা স্থির সময়ে দাঁড়িয়ে।
-------------------------------------- একুশ (সত্যি সত্যি).দশ.দুইহাজার তিন
ছবি: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।