আপনেরাই বলেন আমার সম্পর্কে......
স্বাভাবিকের চেয়ে এমনিতেই কিছুটা বড় দেখায় পূর্ণিমার চাঁদ। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ দেখে মুগ্ধ হয় না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে পূর্ণিমার চাঁদ যদি তার স্বাভাবিক রূপের চেয়ে আরও অনেক বড় হয় এবং বেশি আলো ছড়ায়, তাহলে তার সৌন্দর্য কেমন হবে?
গত শনিবার আকাশে পূর্ণিমার চাঁদের এমন মোহনীয় ও বিস্ময়কর রূপ দেখা গেছে।
সেদিন আকাশে পূর্ণিমার যে চাঁদ দেখা গেছে তা দেখতে স্বাভাবিকের চেয়ে ১৪ ভাগ বড় ছিল। এমনকি স্বাভাবিক অবস্থার তুলনায় ৩০ ভাগ বেশি আলো ছড়িয়েছে ওই চাঁদ।
বিজ্ঞানীরা এই চাঁদকে ‘সুপারমুন’ নামে অভিহিত করেছেন।
আসলে ওই দিন চাঁদ পৃথিবীর কাছাকাছি চলে এসেছিল। ওই দিন পৃথিবী থেকে এর দূরত্ব ছিল দুই লাখ ২১ হাজার ৪৫৭ মাইল। অথচ স্বাভাবিক অবস্থায় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দুই লাখ ৩৮ হাজার ৬০৬ মাইল।
দ্য রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ডক্টর রবার্ট মেসি বলেন, ‘চাঁদ সব সময়ই সুন্দর এবং পূর্ণিমার চাঁদ সব সময়ই নাটকীয়।
’
তবে চাঁদ পৃথিবীর কাছাকাছি এলে প্রকৃতি অস্বাভাবিক আচরণ করে, এমন শঙ্কাকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, এ ঘটনার সঙ্গে রোগবালাই ছড়িয়ে পড়া বা প্রাকৃতিক দুর্যোগ ঘটার কোনো আশঙ্কা নেই। বিবিসি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।