আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেলে ভর্তি হওয়ার পর নামাজ পড়ার সময় পাইনা ।

প প্রথমবার বুয়েটে হলো না , তাই দ্বিতীয় বার মেডিকেলের জন্য ট্রাই করি। অনেক খেটেছি । পাচওয়াক্ত নামাজ পড়তাম , মসজিদে শুক্রবারের তাফসিরে যেতাম, গার্লফ্রেন্ডের সাথে দুই এক মিনিট কথা বলেই রেখে দিতাম। এইবার টিকে গেলাম মেডিকেলে। ভাই এখন সময় পাইনা দুইটা টিউশনি করাই, সকালে উঠে ক্লাসে যেতে হয়, একটু ফেসবুকে বসতে হয় , গার্লফ্রেন্ডকেও একটু সময় দিতে হয়।

কথা গুলি এমনি । কথা গুলি আমার না সদ্য মেডিকেলে ভর্তী হওয়া একটা ছোট ভাই এর। একদিন রাতে আমার বাসায় আসল কথা বলতে তখন তাকে বললাম নামাজ পড়না কেন ? তখন সে ামাকে এই কথাগুলি বলল। আসলেই আমরা যখন বিপদে পড়ি আল্লাহকে ডাকতে ডাকতে মুখে ছেবরি তুলে ফেলি, আর বিপদ যখন কেটে যায় তখন আর সময় পাইনা । সব কিছুর সময় হয় নামাজের জন্য সামান্য সময় হয় না।

আসেন ভাই যা কিছুই করি না কেন আমরা যারা মুসলমান আছি নামজের জন্য সামান্য সময় বের করে নেই। নামাজ কে অবহেলা না করি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.