আমাদের কথা খুঁজে নিন

   

ছন্নছাড়া

আমি শুধু আমিই হব রোদ বৃষ্টি খরতাপে পুশবো সন্ন্যাস বাউন্ডুলে হয়ে ঘুরবো পথে পথে অচেনা রোদে তবু ঘেমে নেয়ে ক্লান্ত হব না কোন আকর্ষনে জড়াবো না পিপাশার্ত কাকের মত গলা ডুবাব না দেহের টানে বাঁধবো না ঘর, ডাকবো না সঙ্গি হতে বসন্তের কোকিলের মত কাউকে উদাত্ব আহ্বানে বাকিটা জীবন কাটিয়ে দেব বাউল বেশে পথে পথে নিরাশ্রয়ে খুঁজবো না অমরত্ব কিংবা অমৃত ওষ্ঠ মাঝে ওষ্ঠ পুরে চাতক পক্ষীর মত চেয়ে থাকবো না চার চোখের মিলনের দিকে; আমি শুধু আমিই হব জড়াবো না কোন বন্ধনে কারো চোখের মাঝে পড়বো না বাঁধা, রাখবো না পিছুটান না নারীর না স্রোতস্বিনীর |

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।