আমাদের কথা খুঁজে নিন

   

ছন্নছাড়া



কবি নয় আমি ,তবু লিখি কেন লিখি ? তার জবাব নেই ভোরের বাতাসে ,শিশিরের গন্ধে, পাখির গানে আর অচেনা যত ফুল রেণু ছড়ায় , বাতাসে ভ্যাপসা গন্ধ বারিষার ঘন কালো মেঘ,আর চশমার ফ্রেমে উত্তল লেন্সে চোখ আমার ভারাক্রান্ত,তবু লিখি। তোমায় ভাবি,সাগর তীরে আমি বসে নাবিকদের দেখি। দেখি,মাছেরা যুদ্ধে লিপ্ত , জীবন নামের অক্টোপাস খুরে খুরে খায় তাদের । আমি কবি নয়,নজরুল নয় মাইকেল বা রবি ও নয়, তবু লিখি ,কারণ কলম আমার হাতে তোমার ভাবনা আমার সাথে সাগরের কাকড়ারা আমাকে বলে যাবে !আমাদের সাথে? উত্তর নেই ,কারণ আমি কবি নয়। রিদওয়ান মাহমুদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।