আমাদের কথা খুঁজে নিন

   

ছন্নছাড়া



হেলা করে কাটছে আমার দিন- মানসপটে তার মুখখানি হয়ে যাচ্ছে মলিন। একটা নময় তুমি ছিলে আমার প্রেরণা; হায়! ঈশ্বর, তাক্বে আজও ভুলি নাই, এইটুকুই যন্ত্রণা আমি ভুলব,ভুলে গেছি, মনে নাই আর ভাগ্যদেবী ঈষৎ হাসলেন, ভূলে ভরা জীবন আমার। বৃক্ষের ডালে সবুজ প্রানের ছড়াছড়ি তাকে আমি ভুলতে পারব না, এ কেমন কড়াকড়ি! কচি, সবুজের মায়া ছেড়েছি আজ সহসাই মুড়িয়ে যাওয়া অথচ রসাল পাতায় ভরসা খুঁজে পাই। ভাগ্যদেবী খেলছে এ কোন খেলা! সবাই আছে, তারপরও কেন এত অবহেলা? উত্তাল ঝড়ে কচি সরেস প্রাণ ঝড়ে গেল অকালে বিধাতার খেলা বড়ই নির্মম শান্তি মহাকালে। সবুজে ছায়া পাহাড়ও পারে না ছুঁতে আকাশ তবু সে মহান হবে, তার জন্য অগণিত প্রয়াস ব্যর্থতার গ্লানি এখনো টের পাও নি, যেদিন পাবে, সেদিন বুঝবে মহান হওয়ার কত ঝকমারি! আমার দিন হেলায় কাটে, ছন্নছাড়া আমি, কেউ পারে না আমায় আটকাতে বন্দী আমি যত নিয়মের জালে একটা একটা করে সুতো ছিঁড়ছি, রইব না আর মায়াজালে। ভাগ্যদেবী যতই হও অন্তর্ধান, এইবার তোমায় ছাড়ব না, নেই তোমার পরিত্রাণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।