দ্রোহের আগুনে উঠুক জ্বলে
নাম কিরে তোর?
ছন্নছাড়া
হাটিস কোথায়?
দিশেহারা
ঘরের খবর?
নেই তো মনে
সঙ্গী হবি?
সঙ্গোপনে
কেউ কি আছে?
তোর তাতে কি
চোখের তারায়?
স্বপ্ন আঁকি
কাল আসবি?
ঠিক জানিনা
ছোঁব তোকে?
কখ্খনো না
আসিস আবার?
মিছেই কাঁদিস
বন্ধু হবি?
বুকেই রাখিস
কালকে আমি
নাইবা এলাম
তোর হাতে হাত
নাইবা দিলাম
বন্ধু তবু
চুপিচুপি
স্বপ্ন ছোঁয়া
বহুরুপী
ছন্নছাড়া
আসবে যাবে
আর কোন হাত
কোথাও পাবে
কাঁদিস না তুই
আমায় ভেবে
আর কে তোকে
দুঃখ দেবে?
থাকিস ভাল
আমায় ভূলে
সব হারানো
নদীর কূলে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।