আমাদের কথা খুঁজে নিন

   

বাসে কপোত-কপোতির কথোপকথন গোয়েন্দার কানে পৌঁছুতেই!

সর্বদা সত্য কথা বলা, সত্য পথে চলাই ভালো এইতো সেদিন সেলফোন তথা মোবাইলফোন মিস কলে পরিচয়, এরপরই দুজন দুজনের মধ্যবর্তী শহর কুষ্টিয়ায় দেখা, এরপর সিনেমা হলে সিনেমা দেখা। সেখান থেকে আর ফিরলো না অষ্টাদশী মৌ। সাথে নিয়েই বাসে উঠলো প্রেমিক চুয়াডাঙ্গা নফরকান্দি মাঝপাড়ার মিন্টু। বাসের সিটে বসেই চড়া গলায় বিয়ের দাবি। ব্যাস! খবর পৌঁছে গেলো গোয়েন্দা পুলিশের পরিষ্কার কানে।

এরপর! বিয়ে নাকি উভয়পক্ষের অভিভাবকের হাতে তুলে দেয়া দুজনকে? গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত এ প্রশ্নের জবাব মেলেনি। কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে ছেড়ে আসা বাস থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বাসস্ট্যান্ড তথা একাডেমি মোড়ে যখন নামলো মৌ আর মিন্টু তখন ঘড়ির কাঁটা পড়ন্ত বিকেলের ৫টা। বাস থেকে নামতে না নামতে দুজনকেই নেয়া হলো গোয়েন্দা দফতরে। পুলিশ দেখেই দুজনের চোখ উঠলো কপালে। পুলিশ! আমরা বিয়ে করবো।

এ কথা বলে রাজবাড়ির নলডুবির কাদের শেখের মেয়ে মৌ গোয়েন্দা পুলিশের কব্জা থেকে মুক্ত হতে চাইলেও তার সাথে থাকা মিন্টুর চোখে মুখে অসম্মতির ইশারা। মনের অজান্তেই বলে উঠলো, কেন যে ধরলাম ওর হাত? মিন্টুর বাড়ি চুয়াডাঙ্গা জেলা সদরের নফরকান্দি গ্রামে। সে খালেক মালিতার ছেলে বলে পরিচয় দিয়ে জানিয়েছে, মাত্র ১৯/২০ দিন আগে মোবাইলফোনের মিস কলে পরিচয়। গ্রামেই রয়েছে দোকান। দোকানে বসেই ওর সাথে কথা বলতে বলতে দেখা করার দিনক্ষণ নির্ধারণ।

এরপর গতকাল সোমবার সকালে দুজন দুজনের বাড়ি থেকে বের হয়ে কুষ্টিয়ায়। মৌ এলো রাজবাড়ি থেকে, আমি গেলাম চুয়াডাঙ্গা থেকে। দেখা হলো। কথা হলো। এক সাথে খাওয়া-দাওয়া।

সময় কাটাতে সিনেমা হলে সিনেমা দেখা। বিকেল হলে মৌ বললো আমি বাড়ি ফিরবো কীভাবে? তোমার সাথেই যাবো। বাসে উঠলাম। বাসেই দুজনের মধ্যে কথা হচ্ছিলো। বাস থেকে নামতে না নামতেই পুলিশ এসে ধরে ফেলো।

বললো গাড়িতে ওঠো। চুয়াডাঙ্গার বাসে উঠলাম। বাসেই দুজনের কথা হচ্ছিলো। মৌ বলেছে, কথা ছিলো বিয়ে করে চুয়াডাঙ্গায় বাসাভাড়া করে রাখবে। ওর কথা মতোই তো বাড়ি থেকে বের হয়ে কুষ্টিয়ায় দুজন একে অপরের হাত ধরেছি।

পুলিশ উভয়ের বক্তব্য শুনে বিয়ের আয়োজন করবে? না। অভিভাবকদের খবর না দিয়ে বিয়ে নয়। ওদের অভিভাকরাই সিদ্ধান্ত নিক ওরা কি করবে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত উভয়ের অভিভাবককে খবর দেয়ার প্রক্রিয়া করছিলো পুলিশ। উল্লেখ্য, মৌ নিজেকে কলেজছাত্রী বলে পরিচয় দিয়েছে, আর মিন্টু বলেছে তার নিজ গ্রাম নফরকান্দিতেই রয়েছে মুদিদোকান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।