সাপ্তাহিক ছুটিতে বাসে করে ঢাকা ফিরছিলাম। বাস ছাড়ার আগেই দেখলাম গান ছেড়ে দিয়েছে। ভালো। গান শুনতে শুনতে বাসায় যাবো খারাপ কী। যদিও গানগুলো ঠিক মনে ধরছে না।
৯০ দশকের হিন্দী ছবির গান, তাও পরিচিত না, তারপরও নাই মামার চেয়ে কানা মামা ভালো।
কিন্তু হঠাৎ চোখ পড়ল ড্রাইভারের সামনে। এতক্ষণ যা ভাবছিলাম, গান বাজছে অডিওতে, আসলে চলছে ভিডিওতে। ড্রাইভারের ঠিক সামনে একটা ৬ ইঞ্চি টিভি রাখা। ওখানে চলছে গানের ভিডিও।
নায়ক-নায়িকা + এক্সট্রাদের পিটি শো। টিভিটা যে যাত্রীদের জন্য রাখা তা নয়। শুধু ড্রাইভার আর যারা ইঞ্জিনের উপর ড্রাইভারের দিকে মুখ করে বসেছে তাদের দেখার সুবিধা অনুযায়ী রাখা। মনে মনে দোয়া ইউনুস পড়তে থাকলাম। ড্রাইভার যদি ভিডিও দেখতে থাকে তাহলে রাস্তা দেখবে কে?
যাত্রীদের কেউ কেউ ঝুঁকে টিভি দেখার চেষ্টা করছিল।
আর আমি সারা রাস্তা তাকিয়ে ছিলাম ড্রাইভারের চোখের দিকে (কোনাকুনি দেখতে পাচ্ছিলাম তার চোখ)। আমার দোয়া কাজে লেগেছে। ড্রাইভার ভাইজান একবারও টিভির দিকে তাকাননি। আমিও নিরাপদে পৌঁছেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।