আমাদের কথা খুঁজে নিন

   

বাসে একদিন.......।

স্বপ্ন দেখুন, স্বপ্ন নিয়ে বাচুঁন!!!!

আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের সাথে বাস একটি প্রিয় নাম (আসলেই কি প্রিয়? জ্যাম না থাকলে বোধ হয় স্বীকার করা যেত)। প্রতিদিন বাসে ঝুলতে ঝুলতে অফিস করতে হাপিয়ে গেছে সবাই, আর জ্যামের শহর ঢাকাকে কি বলবো.................। ডিজিটাল ঢাকার ডিজিটাল জ্যাম। ধারণা করতে পাবেন বাড্ডা থেকে কাকরাইল আসতে আজ সময় লেগেছ ২.৩০ ঘন্টা। জ্যামের কথা বাদ দেই এবার আসি মুল ঘটনায়........................ বাস নিয়ে অনেকের হয়তো অনেক অভিজ্ঞতা আছে।

কিন্তু আমার মতো এইরকম অভিজ্ঞতা আছে কিনা জানি না। অনেক ভিড়াভিড়ে লাইনে দাড়িয়ে থেকে অবশেষ উঠলাম সেই প্রত্যাশিত বাসে । অনেকক্ষণ লাইনে থাকার কারণে একটু আগেই উঠলাম। যথারীতি চলে গেলাম বাসের পিছনে। কারণ আমার পিছনে যে লাইন আছে তাদের কে উঠার সুযোগ দিতে হবে।

তাই ইচ্ছা না থাকা স্বত্ত্বেও পিছনে যেতে হল। এবার শুরু নামার পালা। অনেক তাড়াহুড়া করে নামতে গিয়ে একভদ্র লোকের পাঞ্জাবীর বাম পকেট আমার ডান হাতের তর্জনী ঢুকে গেল। । ।

। । । । ।

এবার ভাবুন আমার অবস্থা। আমার দুইকান দিয়ে বেরুচ্ছে আগুন যা হালের বসুন্ধরার আগুনকে হার মানাবে। ভদ্র লোক খুব তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে আমার মুখের দিকে তাকালো, আমিও এক পলক তাকালাম তার দিকে ......... ভাবলাম আজ আর গণপিটুনীর হাত কেউ আমাকে রক্ষা করতে পারবেনা, চোখে সব কিছু অন্ধকার দেখেত লাগলাম । কেন জানি ............. ভদ্রলোক শুধু আমার দিকে একটু তাকিয়ে থেকে আর কিছুই বললেন না, নাকী তার পকেটে কোন টাকাই ছিলনা। আমি তাড়াতাড়ি বাস থেকে নেমে পড়লাম।

ভাবলাম মান সম্মানটা এবারের মতো বাচঁলো। কথায় আছে না............ মানির মান আল্লাহ্‌ রাখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।