তুমি ক্ষমাশীল হও, সৎ কাজের আদেশ কর, আহাম্মকদের থেকে দূরে থাকো. -সুরা আরাফ, আয়াত.১৯৯
অনেকদিন আছি ব্লগে, নানান বিষয় নিয়ে লিখি, বেশির ভাগই সচেতনতা মুলক। অনেকেই পোষ্ট গুলো দেখেন, হাতে গোনা দুই একজন ছাড়া সবাই ভালো বলে। মনের ভেতর একটু সুখ হয়, চিন্তা মগ্ন আমি নানান বিষয় নিয়ে, মানুষের ভুল গুলো ভাংয়ানোর চেষ্টা করি। আমার মনের গোপন একটা বাসনা বাবার হানা দেয় ওরা ভুল বুঝাচ্ছে মানুষ গুলোকে, ভেতরে একটা দহন হয়। নাস্তিকতা বুঝতে চেষ্টা করি, পড়ি তাদের ইতিহাস, খুজেপাইনা এমন কিছু যা তে ধর্ম ছেড়ে নাস্তিক হওয়া যায়।
যারা নাস্তিক হয়েছেন তাদের প্রতি আমার কোন বিদ্যেস নেই, থাকেন আপনার আপনাদের নস্তিকতা নিয়ে, আমি ধর্ম ছাড়া মানব জীবন সুন্দরের পথে চালাবার আর কোন পথ মানুষ বানতে পারে নি এখনো। আমি পোষ্ট গুলো দেই নতুন কেউ যেনো ধর্ম নাছাড়ে, নতুন কেউ যেনো ভুলব্যক্ষার সিকার নাহয়, ধর্মের। বাংলাদেশের মুসলিম ইতিহাসের একটা কলংকের ইতিহাস হলো মুসলিম রাজাকারেরা। এদের বিচার হোক সেই বাসনায় বই মেলায় কাগকে সাক্ষর করেছিলাম ডাচের সামন মানব বন্ধন করেছিলাম, সেই ছবি পত্রিকায়ও এসে ছিলো। সে বহু আগের কথা তখন বর্তমান নির্বাচিত সরকারের নির্বাচনী ইসতেহারে জায়গা পায়নি রাজাকারের বিচার ইস্যু।
কিন্তু তার পরো একটা বিষয়ে খটকা লাগে। হোচট খাই, ব্লগে জামাতিয়দের একটা নাম দেয়া হয়েছে, আর সেটা হলো ছাগু। সত্যি বলছি মাঝে মাঝে খুব কনফিউস হই, স্রেফ আমার লেখা গুলো ধর্মের পক্ষে হওয়ায় আমাকে মাঝে মাঝে ছাগু বলে চালাতে চায় অনেকে।
কেবল মাত্র অবাক হওয়া ছাড়া , রাগ করিনা কারো উপর নানান জন নানান মত, তাইনা হলে কেমন সামু? মাঝে মাঝে কয়েক জন ব্লগারের সাথে বাক বিতন্ডায় জড়িয়েছি, এর মধ্যে আসিফ ভাই একজন। ভদ্রলোক চেষ্টা করেন ইসলাম কে মাটির সাথে মিশিয়ে দিতে।
জানি পারবেননা, নমরুদ বা ফরাউনরা পারেনি, আফগান ছাড়ছে আমেরিকনারা, ইসলাম মুছে যাবার ধর্ম নয়। কষ্ট পাই কেবল যখন ধর্মকে বাতিল মাল বলে গন ধর্ষনের চেষ্টা চলে বিভিন্ন নাস্তিক পোষ্টে, অথচ আমার নাস্তিক বিরোধি স্যাটেয়ারে কারনে আমি জেনারেল হয়ে যাই। অবাক বিস্ময় নিয়ে দিখি আমার পোষ্ট প্রথম পাতায় যায়না। ভাবি ছেড়ে দেবো ব্লগিং, কি লাভ অফিসের কাজের ফাকে কতটা কষ্টনিয়ে ব্লেগে উকি দেই, কখনো বসের কাছে ঝাড়িও খাই ব্লগিংএর কারনে। বাসায় রাত যেগে ব্লগে লিখি, বৌ একা ঘুমিয়ে থাকে বিছানায়, তবুও আমি লিখি, মাঝে মাঝে মনও খারাপ করে, তার পরো ব্লগের মন্তব্যগুলা পড়ে ও আমার সাথেই খুশি যেমন হয় ভালো মন্তব্যে তেমনি কষ্টও পায় কারো ঝারি দেয়া মন্তব্য পড়ে।
যা হোক জেনারেলের বিষয়ে আসি, সত্যি বলতে কি আমি আজো জানিনা কেনো জেনারেল হয়েছিলাম। আমার মেইল চেক করলাম কিছু নেই জেনারেল হবার বিষয়ে, এরপ আজকে আমি একটা স্যাটেয়ার পোষ্ট দিলাম,
সে আমি এবং একটি কুকুর
দেশের মানুষের সচেতনতা মুলক, সেটি সরিয়ে দেয়া হলো অবলিয়, আবার মেইল চেক করলাম এবারও প্রিয় মডারেটর কোন মেইল করেন নি। অথচ দেখলাম একটি কনডমের জীবন কাহীনি অবলিলায় একটি হিট পোষ্টে পরিনত হলো, আমার সেই লেখকের উপরও কোন রাগ নেই, আমাদের রাগ আমাদের নিজে দের প্রতি, আমরা হলাম সব হারা জাতী, আমরা যেখানেই বিশ্বাস নিয়ে যাই সেখানেই মুখের উপর দরজা বন্ধ করে দেয়া হয়, সামু কে খুব আপন ভাবি, হ্যা হয়তো সামুর কোনমর্ডারেটরকে চিনিনা, বা তারাও আমাকে চেনেনা, তাদের কে জতটুকু জানি ব্লগে ছবি দেখে, তার পরো জনা আপুকে ভিষন আপন মনেহয়, বহু অপমান সহ্য করেও সামুকে ছেড়ে যাই নাই হয়তো যাবোও না, তবেকি, মাঝে মাঝে মনেহয় ধুৎ ছাই এইবার আমি ঠিক পালাবোই।
প্রয় মডারেটর গন যদি আমার এই পোষ্টা আপনারা কেউ পড়ে থাকেন দয়া করে একটা কমেন্টস দিয়ে আমাকে ববেন কি? কি অপরাধে আমি জেনারেল হয়েছিলাম আর কি অপরাধে আমার কষ্ট করে লেখা পোষ্ট টি সরিয়ে দিলেন প্রথম পাতা থেকে?
ফেইস বুকে আমাকে আমার পেইজ দেখতে চাইলে নিচের লিংকে যানঃ
View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।