একটানা অবরোধের এই বিরক্তিকর সপ্তাহে আপনাদের একটা আজব দেশের গল্প শোনাবো বলে আজ লিখছি- এক দেশে প্রায় সবকিছুই ছিলো বেশ আজব প্রকৃতির। সেই দেশের প্রায় অনেককিছু নির্ভর করতো এদেশের দুই শক্তিশালী রাজার উপর। দেশ দুভাগের ছিলো না কিন্তু দেশের মত পথ ছিলো দুটি ভিন্ন ধারার। এদের একজন বললো- সপ্তাহের ৫ দিন লোকে কাজ করবো আর ২ দিন বন্ধ পাবে; এটা শুনে দ্বিতীয় রাজা ভাবলো সবাই দেখছি ১ম রাজার কথামতো চলছে আর এভাবে চলতে থাকলে তার জনপ্রিয়তা কমে যাবে তাই সে ঘোষনা দিলো সপ্তাহে ৫ দিন বন্ধ থাকবে আর ২ দিন লোকে কাজ করবো। ব্যস্ যা কথা তাই কাজ।
দেশ রসাতলে যাচ্ছে দেখেও বুদ্ধিজীবিরা ও আম জনতা হা করে দেখছেন আর কি কি হবে এই আজব দেশে। বুদিধজীবিরা এদেশে আবার দুই ভাগে বিভক্ত। হবেন নাই বা কেন যে দেশে ক্ষমতাসীন রাজার মোসায়েব রাই ভালো ভালো পদ পান পা ভারী করার মতো তবে কেনইবা তারা লাভের অংকটা বুঝে নিতে ষোলআনা তরফদারী করবেন না। আর জনগণ এর রক্ত মাংস ফ্রাই করা হচ্ছে পেট্রোল আগুনে যাতে করে ক্ষমতার স্বাদ যেন আরো সুমিষ্ট হয়। অবস্থা দেখে আমার এক ভীষন একরোখা জেদী এক বৃদ্ধের কথা মনে পড়ে যার একগুয়েমীর কারণে তার ঘর বাড়ী স্ত্রী সন্তান সমেত আগুনে পুড়ে গেলেও তাকে জিজ্ঞেস করলে সে বড় গলায় হেসে হেসে বলতো তাতে কি হয়েছে আমার ঘর পোড়া গেছে, বউ ছেলেমেয়ে পোড়া গেছে; আমার মান তো পোড়া যায়নি, আমার জেদ তো পোড়া যায়নি।
দৃই রাজার দিনের পর দিন ইচ্ছে মাফিক দেশ জাতীর স্বার্থ বিকানো কাজ দেখে ষোল কোটি মানুষ কে বলতে ইচ্ছে করে তোমরা যদি তোমাদের বত্রিশ কোটি হাত কে এখনি শক্ত না করো হয়তো সেই দিন বেশী দূরে নয় যে দিন হয়তো কোন পরাশক্তি তোমাদের এই হাতে পরাবে পরাধীনতার শৃঙ্খল অথবা ডাল ভাতের জন্য ভিক্ষার থালা নিতে হবে তুলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।