আমাদের কথা খুঁজে নিন

   

সবুজ বোতাম

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! ১। সবুজ বোতাম কেন ধরেনি তোমার তুই? একটি চড়ুই বন্ধ পথের ঘুলঘুলিতে ঘুরছে যখন অন্ধকারে! কেন ধরেনি সবুজ বোতাম? কেন বলেনি, ছুঁই? ২। দরজা খোলা বেলকুনিটার মাথায় হাত বাড়ালেই রাত নামে যে খাতায় তোমার হাতে ভার দিয়ে যে সুখ গন্ধ ভাতে ফেনিল জল চুমুক! ৩। সহজ করে মেঘবালিকা চুলের ফিতে ফ্রিলের জামায় লাল সবুজের কুঁচি দিতে জানলো বলেই হাতে এখন মেঘের ফুল! আকাশ ভীষণ ঝড়ো তবু স্বর্গ লাগে মেঘবালিকার পাখায় ওড়ার ইচ্ছে জাগে ইচ্ছে যেন পথের ধারে পাতানো ইশকুল! ৪। কাকের হাতে তুলে দিলাম দেয়াল ভরা দাগ আপন ছেড়ে বুকের ধারে সামান্য বৈরাগ! একলা লাগে একলা লাগে ভারি কাকের হাতে দিই তুলে, -ধুৎতেরি! ৫। কষ্ট গোলাপ মেঘের চিঠি রোদের তাপে গলে গলে পড়ছে সবুজ ঘাসের ফুল নদীর ধারে লজ্জা রেখে জলের চাপে ইন্দ্র তুমি করলে কি অসামান্য ভুল! ৬। হাতের তালু ছিনিয়ে রেখে হাতে রাখছি জমা পাথর কঠিন রাতে এবার যখন ফেরার সময় হবে হাতের ভেতর হাতের তালু রবে!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।