কিছু দেশ দেখার সুযোগ হয়েছে এই জীবনে।ভ্রমণ আমার ভাল লাগে্ তাই সবার মাঝে তা জানাতে চাই।সবার উপরে ভালোবাসি বাংলাদেশ । ধন্যবাদ গাছে গাছে নতুন কুড়ি, রং লেগেছে সবুজ রং এ বনবনানী হাসছে সুখে ধুষর মাঠে জীবন জলে প্রাণ জেগেছে লুকিয়ে থাকা প্রাণগুলো তার জাগছে বুকে। নতুন আমেজ নতুন আবেগ নিয়ে বুকে বনের প্রাণী বনের পাখি ডাকছে সুখে খরা জরার দিন গুলো যে গেছে চলে নতুন সুদিন সবুজ রং এ এলো বলে। ডালে ডালে হাজার পাখির মাতামাতি পাতায় পাতায় প্রাণের জোয়ার রাতারাতি। বনের পশু বনের পাখি ঘুরে বেড়ায় সবুজ বনের ছায়ায় ছায়ায় স্বপ্ন ছড়ায়।। একলা পথিক মগ্ন মনে এগিয়ে চলে পাখির গানে কোলাহলে চোখ সে তুলে দেখতে সে পায় নতুন বনের নতুন এ প্রাণ আনন্দেতে নেচে উঠে গায় জয়গান। চলার পথে ফিরে ফিরে তাকিয়ে থাকে সবুজ বনের নতুন রু পের ফাঁকে ফাঁকে কত কথা কত সুখের হাতছানি আমরা কি তার হাজার কথার কিছু জানি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।