আমাদের কথা খুঁজে নিন

   

সবুজ কিশোরী

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

সামাজিক পরিসরের আয়না ভেঙে নিজেকে যখন দেখি তালপাতার নিচ থেকে খসে পড়ে ফোটা ফোটা পানি, বহুমিলনের দৃশ্যগুলো জোড়া লেগে চোখের সামনে ফুটিয়ে তোলে মেঘপুঞ্জের অবাক সরণী। খুনিদের হাত দীর্ঘ ছায়া ফেলে ঢেকে আছে পথ তবু সাধারণ মানুষেরা জোড় বেধে ঢুকে পড়ে টুকরো কাচের খাঁজে, আমি পাশ ফিরে দেখি নিজের অসংখ্য টুকরো টুকরো ছায়া আর সরল পথের শ্যামলা-নিস্তব্ধ বেণী। জনারণ্যে অসংখ্য মুখের বনাজ্ঞ্চলে ঘুরে বেড়ায় আমারই মুখের অন্তর্গত শ্বাস, মুখোশের অন্তরালে বেড়ে ওঠে সবুজ কিশোরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।