সমুদ্রে সমাধিস্থ হতে চাই
ঘ্রাণে নিচ্ছি সবুজ
প্রতিটি নিশ্বাসে গ্রহন করছি থরোথরো সবুজ
প্রতিটি চুম্বনে চুষে নিচ্ছি লক্ষ-কোটি উষ্ণ-শীতল সবুজ
প্রতিটি আলিঙ্গনে জড়িয়ে ধরছি দু'শকোটি অপ্রতিরোধ্য
এবং আরও অগনিত সবুজ।
গাঢ় মিলনে দেহে প্রবেশ করছে অবিরাম উত্তপ্ত দুর্বার সবুজ
মিশে যাচ্ছে লোমকূপে। অভিমানে ঠোঁটে প্রবাহিত হচ্ছে
সবুজ ঝরনা। গলে যাচ্ছে সারাদেহে, জীর্ণ নিসর্গের নব বসন্তে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।