আমাদের কথা খুঁজে নিন

   

রাজারবাগ পুলিশ লাইনস-এর দক্ষিন গেটে ছিনতাই হলাম রাত ৯টায়..!!!!

রাত প্রায় ৯টা বাজে। ফকিরাপুল অফিস থেকে রিকশায় ইস্টার্ন প্লাস শান্তিনগর এর কাছে যাচ্ছিলাম। ঠিক রাজারবাগ পুলিশ লাইনস-এর দক্ষিন গেট এর সরাসরি উল্টোদিকে রাস্তার পাশে রিকশা নিয়ে কয়েকজন ছিনতাইকারী আমার রিকশাটাকে থামালো। তারা বোমা , ছুড়ি ইত্যাদির ভয় দেখিয়ে আমার মোবাইল ও কিছু টাকা নিয়ে নিলো। তারা আমাকে প্রায় ৮/১০ মিনিট ওখানে আটকে রাখলো যে জায়গাটা পুলিশ লাইনস-এর গেটে থাকা যে কারো দৃষ্টিসীমার একেবারে কাছে, কয়েক গজের মধ্যে।

তাছাড়া ওখানে রাস্তায় গাড়ির জন্য সবসময়ই ট্রাফিক পুলিশ থাকতে দেখেছি। এ সময়টাতে কাউকেই দেখলাম না। না, ছিনতাই হওয়ার জন্য আক্ষেপ নয়, এটা ঢাকার ডাল-ভাত, কিন্তু তাই বলে পুলিশের চোখের সামনে? পুলিশ লাইনস-এর সীমানাও নয় - একেবারে গেটের সামনে? অন্যান্য স্থানে তাহলে কি অবস্থা। হায় খোদা, আমরা আর কত নীচে নামবো। পুলিশ বাহিনীর আর আদেৌ কোনো প্রয়োজন আছে কি? ওখানে এই ঘটনা কোনো পুলিশের চোখে পরেনি এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয়।

এখন বলুন, কার কাছে প্রতিকার চাইবো। ব্লগার বন্ধুরা আসুন, এই ব্লগ থেকে আমরা এ হেন অন্যায়ের বিরুদ্ধে জোর আওয়াজ তুলি। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই শুধু এ অবস্থার অবসান ঘটাতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.