আমি একজন সরল, সোজা মানুষ। সত্য বলতে, জানতে, জানাতে পছন্দ করি। # রাজারবাগী পীর সাহেব আলাইহিস সালাম উনার সাথে অন্যান্য মাওলানা ও পীর সাহেবদের পার্থক্য কোথায়?
- মানুষের সাথে মানুষের মতের পার্থক্য সর্বকালেই রয়েছে। আর মতপার্থক্যই অনেকক্ষেত্রে বিরোধ সৃষ্টি করে থাকে। তবে শরীয়তের দৃষ্টিতে তিনিই সঠিক হবেন যিনি কুরআন শরীফ, হাদিছ শরীফ থেকে সঠিক ফায়সালা তুলে ধরেন।
আমি বলব, রাজারবাগী পীর সাহেব হযরত মুজাদ্দিদে আ'যম আলাইহিস সালাম তিনি সম্পূর্ণরূপে কুরআন শরীফ ও সুন্নাহ শরীফের অনুসরণ করে থাকেন। আর এটাই হচ্ছে অন্যান্য সকল দল-উপদল থেকে উনার একমাত্র পার্থক্য।
কিন্তু মুখের কথায় তো আর চিড়া ভেজে না। তাই কথাগুলোর প্রমাণ থাকতে হবে। ইনশাআল্লাহ প্রমাণ দেওয়া হবে।
যারা সঠিক পথের সন্ধান চায়, তারা পার্থক্য দিয়েই সহজে চিনতে পারবে। তাহলে আসুন দেখি, রাজারবাগী পীর সাহেব আলাইহিস সালাম উনার সাথে অন্যান্য মাওলানা, পীর সাহেব, মুফতি ও হুযুরদের পার্থক্য কোথায়ঃ
[বিঃদ্রঃ যারা রাজারবাগ শরীফের ফতোয়া মেনে নিতে পারছেন না, তারা দয়া করে ফতোয়ার পিছনের দলীলগুলো ভালভাবে পড়বেন এবং চিন্তা করবেন। ]
১) ছবি তোলাঃ রাজারবাগ দরবার শরীফ উনার সম্মানিত পীর সাহেব আলাইহিস সালাম তিনি কুরআন শরীফ-সুন্নাহ শরীফ উনাদের আলোকে প্রাণীর ছবি আঁকা, তোলা, ক্যামেরাবন্দী করা, ভিডিও করা ইত্যদিকে হারাম ফতোয়া দিয়েছেন। সংক্ষিপ্তভাবে জানতে এখানে ক্লিক করুন
{ যাদের সাথে পার্থক্যঃ ইসলামিক টিভি, পিস টিভি, মওদুদী জামাত-শিবির, দেওয়ানবাগী পীর, চরমোনাই পীর, কওমী-খারিজী, হেফাজতে ইসলাম, অতি সুন্নী-রেজাখানী আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিছ-লামাযহাবী, জাকির নায়েক, ওহাবী, হিজবুত তাহরীর ইত্যাদি}
২) বেপর্দা হওয়াঃ রাজারবাগ দরবার শরীফ উনার সম্মানিত পীর সাহেব আলাইহিস সালাম তিনি কুরআন শরীফ-সুন্নাহ শরীফ উনাদের আলোকে ফতোয়া দিয়েছেন যে, পুরুষদের পর্দা হচ্ছে তারা কোন পর্দানশীন মহিলার বোরকার দিকেও স্বেচ্ছায় দৃষ্টি দিতে পারবে না। আবার মহিলারা গায়রে মাহরাম পুরুষদের সাথে কথা বলতে পারবে না এবং শরীরের একটি পশমও দেখাতে পারবে না।
পরপুরুষের সামনে তাদেরকে মুখ খোলা রাখা যাবে না। এ বিষয়ে মাসিক আল-বাইয়্যিনাত শরীফ উনার ১১২-১৩১ সংখ্যায় বিস্তারিত আলোচনা করা হয়েছে।
{যাদের সাথে পার্থক্যঃ মওদুদী জামাত-শিবির, দেওয়ানবাগী পীর, অতি সুন্নী-রেজাখানী আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিছ-লামাযহাবী, জাকির নায়েক, ওহাবী}
৩) গণতন্ত্র করা ও নারী নেতৃত্ব করাঃ রাজারবাগী পীর সাহেব আলাইহিস সালাম তিনি ফতোয়া দিয়েছেন যে, ইসলামী শরীয়ত ব্যতীত মানবরচিত কোন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র করা জায়িজ নেই। সংক্ষিপ্তভাবে জানতে এখানে ক্লিক করুন। আর বিস্তারিত জানতে মাসিক আল-বাইয়্যিনাত শরীফ উনার ১, ২২, ২৬, ২৭, ২৯, ৩০, ৩০, ৩০, ৩১, ৩৪, ৩৫, ৩৬, ৪৩, ৫৪, ৫৭, ৮৪, ৯০, ৯৭, ১০৬ এই সংখ্যাগুলো পড়ুন।
{যাদের সাথে পার্থক্যঃ মওদুদী জামাত-শিবির, চরমোনাই পীর, কওমী-খারিজী, হেফাজতে ইসলাম, জাকের-পার্টি}
৪) খেলাধুলা করাঃ রাজারবাগী পীর সাহেব আলাইহিস সালাম তিনি ফতোয়া দিয়েছেন যে, ক্রিকেট, ফুটবল, ভলিবল, কেরাম, টেবিল-টেনিস ইত্যাদি সহ যাবতীয় সকল খেলাধুলা হারাম এবং হাদিছ শরীফ মুতাবিক তিনটি বিষয় এই খেলাধুলার অন্তর্ভুক্ত নয়। সংক্ষিপ্তভাবে জানতে এখানে ক্লিক করুন।
{যাদের সাথে পার্থক্যঃ ইলিয়াসী তাবলীগী, মওদুদী জামাত-শিবির, কওমী-খারিজী, অতি সুন্নী-রেজাখানী আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিছ-লামাযহাবী, জাকির নায়েক, ওহাবী, হিজবুত তাহরীর }
৫) মীলাদ শরীফঃ রাজারবাগ দরবার শরীফ উনার সম্মানিত পীর সাহেব আলাইহিস সালাম তিনি কুরআন শরীফ-সুন্নাহ শরীফ উনাদের আলোকে ফতোয়া দিয়েছেন যে, ঈদে মীলাদুননবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা এবং মীলাদ শরীফ পাঠ করা সকলের জন্যই ফরয-ওয়াজিব। সংক্ষিপ্তভাবে জানতে এখানে ক্লিক করুন।
{যাদের সাথে পার্থক্যঃ ইলিয়াসী তাবলীগী, মওদুদী জামাত-শিবির, চরমোনাই পীর, কওমী-খারিজী, হেফাজতে ইসলাম, আহলে হাদিছ-লামাযহাবী, জাকির নায়েক, ওহাবী, হিজবুত তাহরীর ইত্যাদি}
এছাড়া আরো অসংখ্য আকিদা ও আমলগত পার্থক্য রয়েছে অন্যান্যদের সাথে।
যদি সম্ভব হয় বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
# অনেকেই দেখি রাজারবাগী পীর সাহেব আলাইহিস সালাম উনার বিরোধিতা করে থাকে, কিন্তু কেন? এক্ষেত্রে আমাদের কি করণীয়?
- অনেক কারণেই কিছু নির্দিষ্ট দলের লোক উনার বিরোধিতা করে থাকে। মনে রাখবেন, নির্দিষ্ট কিছু দলের লোক। তন্মধ্যে কিছু কারণ নিম্নে দেওয়া হলঃ
১) রাজারবাগী পীর সাহেব আলাইহিস সালাম তিনি কুরআন শরীফ, হাদিছ শরীফ, ইজমা ও কিয়াস শরীফ থেকে যে সঠিক ফায়সালা দেন, তা তাদের মনঃপূত হয় না, ফলে তারা উনার বিরোধিতা করে থাকে। (নাউযুবিল্লাহ)
২) রাজারবাগী পীর সাহেব আলাইহিস সালাম উনার সঠিক ফায়সালার কারণে বাতিলেরা ধর্মব্যবসা করতে পারে না, ফলে তারা উনার বিরোধিতা করে থাকে।
৩) পথভ্রষ্ট দলের বিরুদ্ধে কুরআন শরীফেই আয়াত শরীফ রয়েছে। আর রাজারবাগী পীর সাহেব কিবলা আলাইহিস সালাম তিনি সেই সুন্নাত মুবারক আদায় করে বাতিল দলের বিরুদ্ধে বলে থাকেন। আর কারও বিরুদ্ধে বলা হলে, সে সংশোধনের চাইতে পুনঃবিরোধিতা করে থাকে, এটাই নফসের টান। আর এ কারণেই তারা উনার বিরোধিতা করে থাকে।
এক্ষেত্রে করণীয় হচ্ছে, যেহেতু রাজারবাগ দরবার শরীফ উনার সম্মানিত পীর সাহেব আলাইহিস সালাম তিনি হচ্ছেন বর্তমান যামানার খালিছ ওলী-আল্লাহ।
তাই উনার প্রদত্ত ফতোয়াগুলো একবারের জন্য হলেও দলীল সহকারে পড়ুন। বুঝতে না পারলে বারবার পড়ুন। মহান আল্লাহ পাক আমাদের সহীহ সমঝ দান করুন। আমিন
সামু লিংক- ( )- সবুজ বাংলা লিংক
পর্ব-১০ পর্ব-১০
পর্ব-৯ পর্ব-৯
পর্ব-৮ পর্ব-৮
পর্ব-৭ পর্ব-৭
পর্ব-৬ পর্ব-৬
পর্ব-৫ পর্ব-৫
পর্ব-৪ পর্ব-৪
পর্ব-৩ পর্ব-৩
পর্ব-২ পর্ব-২
পর্ব-১ পর্ব-১
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।