আমাদের কথা খুঁজে নিন

   

একদিন রাজারবাগ দরবারে যা দেখলাম : কি হয় সেখানে?

এ ব্লগে আমি রাজারবাগ দরবার সম্পর্কে বেশ কিছু পোস্ট দেখেছি। আমার অভিজ্ঞতায় কারোটা সত্যি, কারোটা পুরোপুরি মিথ্যা। আমি চেষ্টা করেছি সেই বিভ্রান্তি মেটাতে আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে। একদিন এক দাওয়াত পেয়ে ঢাকাস্থ মালিবাগ মোড় সংলগ্ন রাজারবাগ দরবারে যাই। সেখানে গিয়ে জানতে পারি: প্রতি রাতে (বৃহস্পতিবার বাদে) বাদ ইশা রাজারবাগ দরবারের পীর সাহেব বিশেষ তালিম দেন।

দায়িত্বশীল সূত্রে জানতে পারি, এই তালিমে প্রতিদিনই সারা দেশ থেকে বহু লোক আসে। এছাড়া বিদেশের লোকের জন্য ইন্টারনেট রেডিও আল হিকমাহ ও প্যালটক ম্যাসেঞ্জার এর ‘নুরুন আলা রুম’ ভয়েস রুম থেকে এই আলোচনা সরাসরি সম্প্রচার করা হয়। আমি সেদিন তালিমে উপস্থিত ছিলাম। সেই আলোচনায় কুরআন-হাদীস থেকে জ্ঞানগর্ভ আলোচনার পাশাপাশি দেশবিদেশের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয়। বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের কি করা উচিত সেই সম্পর্কে পীর সাহেব নসিহত করেন।

উপস্থিতগণ জানার জন্য সরাসরি প্রশ্ন করতে পারে, পীর সাহেব সরাসরি তাদের প্রশ্নের উত্তর দেন। তালিম শেষে মিলাদ হয়। মিলাদ খুব সুন্দর করে পাঠ করা হয়। আমরা যারা নবীজির মুহব্বত খুজে বেড়াই তারা মিলাদ পড়ে খুব খুশি হয়েছিলাম। এরপর থাকে মোনাজাত।

মোনাজাতে যে বিষয়টি লক্ষণীয় তা হল: সারা বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। সারা বিশ্বের মজলুম মুসলমানদের যেন আল্লাহ জালিমদের থেকে হেফাজত করেন সেই জন্য অতি আবেগময় দোয়া হয়। দোয়া শেষে পীর সাহেবের সাথে সাক্ষাত করার পর্ব। সাক্ষাতের আগে দেখলাম: অনেক লোক এসেছে বোতলে তেল ও পানি ও কৌটায় কালজিরা নিয়ে। দায়িত্বে থাকা এক ব্যক্তিকে বিষয়টা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম: উত্তরে সে বলল: পড়া তেল পানি কালজিরা ব্যবহার করা সুন্নত আমল।

আমাদের পীর সাহেব একজন আল্লাহ’র ওলী। তিনি এই তেল পানি ও কালজিরার মধ্যে দোয়া পড়ে ফু দেবেন। পীর সাহেব-এর পড়া পানি-তেল-কালজিরা খেয়ে লক্ষ লক্ষ লোকের কঠিন কঠিন অসুখ সেরে গিয়েছে। তাই এত ভীড়। এর জন্য কোন টাকা পয়সা দিতে হবে কিনা, তা জিজ্ঞেস করতেই, সে জিবে কামড় দিয়ে বলল: এটা তো ব্যবসা না, সুন্নতের আমল।

এর জন্য কোন টাকা পয়সা দিতে হবে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.