শাফিক আফতাব--------------- যতদূর যাই, যেখানে যাই ; তোমার উপমা খুঁজি, তোমাকে ভূষিত করতে খুঁজি ঝরঝরে নতুন শব্দ, শহরের বুক চিরে পাথর আস্তর আর রাজপথের ভাঁজে ভাঁজে খুঁজি তোমার অনুপ্রাস, অন্তমিল ; নদী, ঝিল, নক্ষত্র আর মহাকাশ ব্যপে খুঁজি তরতাজা অলংকার, শব্দ আর ধ্বনির ব্যঞ্জনা। তোমাকে লিখতে অর্ধেক জীবন গেলো, তেত্রিশকোটি উপমা গেলো, তোমাকে ভাবতেই একাডেমিক লেখাপড়ায় ভাঁটা পড়লো, ফলশ্র“তি : বখাটের ছাত্রের উপাধী। বায়তুর মোকাররম মার্কেটের সব অলংকার গেলো আর চাদনি চকের আর্টিফিয়ালী নকল সোনালীসোনা। দেশি, বিদেশী আর সংস্কৃতবহুল শব্দমিলে প্রায় এককোটি শব্দ গেলো তোমার রূপবর্ণনায়। তবু শুনি তোমাকে অধ্যয়ন কেবলমাত্র শুরু। বাল্যশিক্ষা গেছে সবে ; প্রাকৃ-প্রাথমিক শ্রেণিতে এখনো প্রথম পাঠ, তোমার ফুল থেকে একটি শিশির বিন্দু এখনো ঝরেনি আমার কবিতা-পাতায়। এখনো ছিটেফোটা সুবাসের ঘ্রাণ বিলাওনি তুমি। চোখের ঝিলিকে বিচ্ছূরিত করোনি অমরাবতীর দৃষ্টির ঝলক। তোমার উত্তাপের উত্তেজিত করোনি এই বিক্ষত আত্মার প্রাণ। জানিনা আর লেখার কত বাকি তোমাকে, তুমি কেনো দিনে দিনে দুর্বোধ্য হয়ে উঠছো দিনে দিনে ? ১১.০৪.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।