মহিমান্বিত সৌভাগ্যের রাত পবিত্র শবে বরাত সমাগত। সোমবার দিবাগত এই রাত মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।
ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ সৌভাগ্য। ‘শবে বরাত’, অর্থ দাঁড়ায় সৌভাগ্যের রাত।
আরবিতে একে বলে ‘লাইলাতুল বরাত’। হিজরি বর্ষপঞ্জির ১৪ শাবান দিবাগত রাতটিই পবিত্র শবে বরাত। রাতটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন।
সৌভাগ্যের বারতা ও মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে পবিত্র শবে বরাতের মহিমান্বিত রাত মানব জাতিকে আল্লাহ্ তায়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়।
শবে বরাতের মধ্য দিয়েই শুরু হয় রমজান মাসের সিয়াম সাধনার প্রস্তুতি।
মহিমান্বিত এ রাতে ইবাদত-বন্দেগীর নির্দেশনাও রয়েছে। মুসলমানরা বিগত দিনের সব ভুল-ভ্রান্তি, পাপের জন্য গভীর অনুশোচনায় মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকিরের মধ্য দিয়ে বিনিদ্র রাত যাপন করা হয়। প্রয়াত আত্মীয়-স্বজনসহ মৃত মুসলিম নর-নারীর কবর জিয়ারত করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।
শেষ রাতে সেহরি খেয়ে পরদিন নফল রোজা রাখেন।
বাঙালি মুসলিম সমাজে শবে বরাতে বাড়িতে বাড়িতে সাধ্যানুযায়ী হালুয়া-রুটিসহ মিষ্টান্ন খাবার রান্না করা হয়। এসব খাবার আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। শবে বরাত উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। মঙ্গলবার সরকারি ছুটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।