বুকে জমা ---- দীর্ঘশ্বাস কারাগারের গরাদে মাথা কুটে মরা আমার বাক স্বাধীনতা । শোষকের ভয়ে বিনীত- কাপুরুষের মতো -- জীবন যুদ্ধে পরাজিত আমরা। অনেক পরিশ্রম করে মে মাসের প্রায় ৪০টি গল্পের পিডিএফ সংস্করণ বের করলাম। মামুন রশিদের - সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মহিমান্বিত মে-১৩ । এই পোস্টের অবলম্বনে সেরা গল্পগুলি একটি ২ মেগাবাইটের পিডিএফ আকারে নিয়ে আসলাম ।
পিডিএফ প্রকাশের কথা-
এই পোষ্টটা সামহোয়্যারইন ব্লগে স্টিকি হতে দেখে- চিন্তা করলাম একটা পিডিএফ করলে কেমন হয়। যেই চিন্তা , সেই কাজ । শুরু করে দিলাম। কাজটা খুব সহজ না হলেও , একরকম প্রানের টানেই করে ফেললাম। অনেকসময় , হাতের কাছে ইন্টারনেট থাকে না।
আবার ইন্টারনেট থাকলেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। গল্প পড়তে যে মন মানসিকতা দরকার , সেটাও মাঝে মাঝে থাকে না। কিন্তু ,একটি পিডিএফ হাতের কাছে থাকলে কোন সমস্যাই নেই। যেকোনো দিন , যেকোনো সুবিধাজনক সময়ে পড়া যাবে। এছাড়া হাতের কাছে , যখন সেরা সেরা গল্প একসাথে- তখন তো ভাল লাগবেই।
অফলাইন হওয়াতে অনেক মানুষের হাতে নাগালে এটা চলে আসবে।
এছাড়া, অনেকে আছেন সামু ব্লগ চিনেন না। এমন শক্তিমান গল্পকার যে এখানে লেখেন তাও অনেকে জানেন না। এর ফলে , এই পিডিএফ বই তাদের হাতে পড়লে তারাও এক সময় ব্লগিং এর আলোকিত ভুবনে পা রাখতে পারবেন। ছোট গল্পকে যে পিডিএফ আকারে প্রকাশ করা হয় – সে ধারনা অনেককেই আরো চমৎকার চমৎকার গল্প লিখতে প্রেরণা যোগাবে।
পিডিএফ সংস্করণ নিয়ে কোন সমস্যায় আমাকে জানাতে পারেন।
---------------মুহম্মদ ফজলুল করিম (১০/৬/২০১৩ )
ডিজিটাল ভার্সন নিয়ে কিছু কথা -
ফন্ট হিসেবে আদর্শলিপি ব্যবহার করেছি।
এছাড়া , সব জায়গায় ছবিও দিয়েছি ।
প্রতিটা গল্পের লিঙ্ক , এবং লেখকের লিঙ্ক - উল্লেখ করে দিয়েছি ।
এছাড়া ,এতই সম্পূর্ণ প্রিন্টেবল (প্রিন্ট করাও যাবে) ।
কপিও করা যাবে ।
সর্বমোট ২৮১ পৃষ্ঠা (৭০ হাজার শব্দ) হওয়া সত্ত্বেও আয়তন খুবই ছোট - মাত্র ১.৯৫ মেগাবাইট
মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক - ডাউনলোড করুন।
আপনাদের কাজে আসলেই এই ক্ষুদ্র প্রয়াসের সফলতা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।