আমাদের কথা খুঁজে নিন

   

মহিমান্বিত একুশ

শাদা পরচুল অন্ধকার

বাংলার সর্বত্র, অন্ধ গলি ঘুপচি ; কিংবা- পাড়া মহল্লায়, যেখানে ছিল তোমার পদচারনা, সেখানেই এনেছে প্রাণের দীপ্ত জাগরণ! অমর একুশ হে , কত রক্ত ঝরেছিল সেদিন- তার হিসেব করবার ছিল না কেউ। বরকত, শফিক-জব্বারের নির্মম আত্নাহুতি জমাট রক্তে ভেজা রাজপথ, সন্তান হারা মায়ের নিদারুণ অভিনয়! এক বুক কষ্ট ভরা নির্জলা ব্যথাতুর চোখ- সবই দেখেছে তুমি। তুমি জানো- পশুরা খেলেছিল কী নির্মম হোলিখেলা, আমাদের সন্তানেরা হয়েছিল বলিদান! হে মহিমান্বিত একুশ- অনেক মূল্য নিয়েছ সেদিন তুমি। তবু আমাদের আশা,আশ্রয়; সংকটে সন্তাপে- আজো আছ তুমি ! কী আশ্চর্য সামান্য কটি কথা,তোমার ছোয়ায় হয়েছিল কী অগ্নিঝরা ! রাষ্টভাষা বাঙলা চাই বাচার মত বাচতে চাই। কী বিপ্লব কী প্রবল বিদ্রোহ! বঞ্ছনার ঝরে জ্বালল দাউ দাউ আগুন ।

সব চক্রান্ত সব হতাশার জাল- পুড়ে গেল এক নিমেষে! আমি আজ স্বাধীন আমার সকাল শুরু হয় পাঠশালার শিশুদের আমার সোনার বাঙলা শুনে। আজ আমার বাঙলা ভাষা, পেয়েছে প্রতিষ্ঠা। আমি পেয়েছি- আমার কথার ফুলঝুড়ি আমার চিত্ত করে নতুন সুরের সন্ধান। হৃদয় খোজে নতুন গানের কথা। সে গানে আছে আমার মায়ের মুখ, একুশের জয়গান! মহিমান্বিত একুশ, তুমি রবে চির অম্লান।

Raat 3 ta, 17/02/08

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.