ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । কান্না-
অনুভূতির এক আয়না
কখনো চোখের অশ্রুহরণ
কখনো হৃদয়ে রক্তক্ষরণ ।
পুরুষ কাঁদে নীরবে নিভৃতে
ভরা কন্ঠস্বরেই যা ঝড়ে পড়ে
যদি ভূল করে
পুরুষের চোখে
আসে অশ্রু হয়ে
বড় বীভৎস সে ক্ষণ
প্রকৃতির যেন তা আরেক প্রহসন ।
নারীর নির্লিপ্ত চোখের কোনে
চিকচিক করে জমা মেঘেরা
যখন বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে
কবির ভাবুক মনে তখন
কত কথা ঘুরে ফিরে ।
কখনো কোন তরুনীর
বুকে জমা সব অভিমান
নীল কষ্টের ডানায় চেপে
হয় আরো মহীয়ান ।
কত কান্নায় হৃদয় প্রকাশ
কত কান্না শুধুই হা হুতাশ
কত কান্না লোক দেখানো
কত কান্না মন ভাঙ্গানো ।
কিছু কান্না
কোন বাঁধ মানেনা
তাই তো অকারণে ঝড়ে কত
বর্ণহীন কান্না ।
হয়তো কান্না কোন
সমাধা নয়
তবু ও মানুষ কাঁদে ।
চোখের জলে
হয়তো মনের কষ্ট ধুয়ে ফেলে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।