"আমায় দিয়ে কারুর ক্ষতি হয়না যেন দূনিয়ায়
ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার পর থেকে নিকোলা সারকোজি আর এলিসি প্রাসাদে নেই। তাই বলে তাঁর ঠাটবাটে কমতি নেই। এখনো রাজার হালেই কাটবে তাঁর জীবন।
মোটা অঙ্কের অবসরভাতা পাবেন সারকোজি। পাবেন আসবাবপত্র-সজ্জিত বিলাসবহুল ভবন, চালকসহ গাড়ি এবং বিনামূল্যে বিমানে ভ্রমণের সুযোগ।
দি গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় বলে পিটিআইয়ের খবরে বলা হয়।
অর্থবিত্তের প্রতি আসক্তির কারণে ৫৭ বছর বয়সী সারকোজি ‘প্রেসিডেন্ট ব্লিং ব্লিং’ নামে পরিচিত। ফ্রান্সের অন্যান্য সাবেক প্রেসিডেন্টের মতো তিনিও প্রতি মাসে ছয় হাজার ইউরো করে অবসরভাতা পাবেন। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ছয় লাখ ৩৬ হাজার টাকা।
প্রতিবেদনে বলা হয়, সাংবিধানিক পরিষদে গেলে সাবেক প্রেসিডেন্ট হিসেবে সারকোজি প্রতি মাসে আরও ১১ হাজার ৫০০ ইউরো করে পাবেন।
অবশ্য আইন ব্যবসায় যান আর না যান, তিনি ওই অর্থ পাবেন।
সাবেক প্রেসিডেন্ট হিসেবে বিনামূল্যে আসবাবপত্রে সুসজ্জিত একটি বাড়ি পাওয়ার অধিকার আছে সারকোজির। দুজন পুলিশ কর্মকর্তা তাঁর নিরাপত্তা নিশ্চিত করবেন। দুজন চালকসহ রাষ্ট্রীয় গাড়ি, দাপ্তরিক-কাজের জন্য সাতজন কর্মকর্তা থাকবেন। আরও পাবেন ফ্রান্সের রাষ্ট্রীয় বিমান এয়ার ফ্রান্সে ভ্রমণের জন্য বিনামূল্যে বিজনেস ক্লাস টিকিট।
বিদেশে গেলে তিনি ফ্রান্সের স্থানীয় রাষ্ট্রদূত বা রাষ্ট্রীয় প্রতিনিধির সরকারি বাসভবনেও থাকতে পারবেন।
‘ইউরোপ ওয়ান’ নামের একটি ব্রিটিশ সংবাদপত্রের খবরে বলা হয়, এর মধ্যে সারকোজি ১১ কক্ষবিশিষ্ট ৩২৩ স্কয়ার মিটারের একটি বাড়ি তাঁর নতুন দপ্তর হিসেবে পছন্দ করেছেন।
প্রত্যেক সাবেক ফরাসি প্রেসিডেন্টের জন্য দেশটি প্রতিবছর ১৫ লাখ ইউরোর সুযোগ-সুবিধা দিয়ে থাকে।
(কপি পেষ্ট) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।