আমাদের কথা খুঁজে নিন

   

আমি হীরক রাজার দলে

তোমাকে ছাড়া বাঁচবো না চরম মিথ্যা কথা বরং জেনে রেখো তোমার সাথে আজীবন বাঁচতে রাজি আমি আমি হীরক রাজার দলে। -সৌরভ তোফাজ্জল। বিবেকের রুদ্ধ দ্বার খুলে দাও চোখ তুলে দেখো ব্যাঙ্গ চিত্র সমাজের কান পেতে শুনো গুপী বাঘার গান খেয়াল করো ঐ হীরকের রাজার কাণ্ড আর গবেষকের শান্ত প্রতিবাদ যে বন্ধি- শাসকের যাতা কলে অথবা নিজেও শোসক! রাজা যায় রাজা আসে শুধু সুখ আসেনা প্রজার জীবনে। কেউ চিরকাল ব্যাপিয়া সুখী কেউ দুঃখের সাগরে বারো মাস করে বাস, বুকে নিয়ে দ্বীর্ঘশ্বাস। বিদ্রোহীর ভাবনা দেখেছ? কি সাহস তার বুকে আছিস ভালো, ভালো থাক তোর কিসের এত দ্বায় কেন করিস এত হাক ডাক? কেমন সাহস মাইরে যা ইচ্ছা তাই বলে চলে।

আমি বাপু ছাপোষা কেরানি আমি হীরক রাজার দলে। যদি কেউ মুখ খোলে দেবো তার গলা টিপে রাজাই এখানে ভগবান পৃথ্বীর আমি তুমি চির অবনত মমি। রাজারে কর কুর্নিশ আর টিকে থাকো বছর বছর টিকিয়া থাকাই যে বড় জরুরী ! কি হবে ডাইনোসর মত বিলিন হয়ে টিকটিকই হতে হবে তোমাকে ! বিবেক!!! কি জিনিস এটা? ভুলে যাও সব ভেতরের কথা সয়ে নাও এই সামান্য ব্যাথা । রাজার দেশে রাজারে চোখ রাঙাও কি ভয়ানক সাহস তোমার রাহুর বলয় তোমার ঘাড়েই বটে। অপেক্ষা কর কখন কি ঘটে।

আমি ভীরু কামানুষ দেখে নেব চায়ের কাপে চুমুক দিয়ে পড়ে নেবো বিস্তারিত পত্রিকার পাতা থেকে। বিবেকের দ্বার রুদ্ধ থাকুক জামার বোতাম দিয়ে ঢেকে রাখো সমুখে বিষণ বিপদ বাইরে বেরিয় নাকো। বরং আমার মত ঘরের ভেতর থাকো। লাশ পড়েছে তোমার প্ল্যাটের পাশে তোমার তাতে কি বা যায় আসে? বিকেল বেলার কফির কাপে চুমুক আড্ডা হবে দেশ মাতৃকা নিয়ে । খুন খারাপি দু চারটে না হলে গল্প মোদের জমবে কি দিয়ে? গুপী বাঘা গাইবে প্রেমের গান কিনে দাও সুপারি আর পান কেউ না যেন জানে কোন ভাবে হীরক রাজার কাণ্ড কির্তি কিছু জানলে তোমায় যন্তর মন্তর খাবে।

কোন প্রতিবাদ করবে না আর গুপী বাঘার দল চুপ থাকো সব সুখ পিয়াসী জ্ঞ্যানি গুনির দল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।