সারাদিন আড্ডাবাজ়ি,অহেতুক ঘুরোঘুরি। অযথা সময় নষ্ট,ইচ্ছে করেই পথভ্রষ্ট। সন্ধ্যা কাটে টি স্টল এ,এক কাপ চা,কয়েকটি সিগারেট আর তুমুল আড্ডাবাজ়িতে। মাঝরাতে পাগলামি,প্রায়ই হিমু সেজে পথে নামি। ঘুমন্ত নগরে চন্দ্র হন্টন,হঠাত করেই উদাস মন। উদাস মনে ঘরে ফেরা অথবা ছাদ কি হচ্ছে এসব? এমন সব ঘটনার পর দেশকে নিয়ে সপ্ন দেখতে ভয় লাগে... কষ্ট হয়!! একজন ইলিয়াস কিংবা একজন সুরঞ্জিত নিয়ে কতকিছু হয় কিন্তু এসব মানুষ মরলে কিছুই হয়না! উনাদেরকে আমরা আবার দেশ গড়ার সমাজ গড়ার কারিগর বলে ডাকি!! ছি... ধিক আমাদের উপর! View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।