সবার উপরে মানুষ সত্য!
"মানব উন্নয়ন সূচক"। যদিও আমি এই বিষয়ে মন্তব্য করার জন্য সঠিক ব্যক্তি নয়, তবুও দুইটা কথা না বললেই নয় আজকে।
সবার প্রথমে জেনে নেয়া যাক "মানব উন্নয়ন সূচক" কি ? মানব উন্নয়ন সূচক (Human Development Index) হল বিশ্বের সকল দেশসমূহের জীবন ধারণের মান, শিক্ষা, নিরক্ষরতা প্রভৃতির একটি তুলনামূলক সূচক। জাতিসংঘ নির্ধারিত একটি সূত্রের মাধ্যমে প্রতিবছর নির্ধারণ করা হয় এই পৃথিবীর কোন দেশের মানবিক জীবন ব্যবস্থা কতটা উন্নত। আর মানব উন্নয়ন সূচক নির্ধারণের নির্ধারকগুলি হলো: প্রত্যাশিত জীবনকাল, শিক্ষার হার এবং মোট অভ্যন্তরীণ উৎপাদন।
যাইহোক, এই সূত্রানুযায়ী প্রতিবছর ইউরোপ, আমেরিকা, কানাডা আর অস্ট্রেলিয়া প্রথম সারিতে থাকেন। আবার প্রতিবেদনে ইহাও বলা হয়ে থাকে যে উনারা উন্নত দেশের মানুষ। আর আমরা গোবেচারা বাংলাদেশীরা যথারীতি অতি-অনুন্নত দেশ আর আমাদের জীবন ধারণের মান অনেক অনেক খারাপ। এই নিয়েই আমরা সন্তুষ্টই আছি.......এতদিন তা মেনেও নিয়ে ছিলাম, কিন্তু আজ আর পারলাম না!!
______________________________________________________________________________________________________
আমি ছেলে হিসাবে গোঁড়া নয়, বরং অনেক বেশিই খুললাম-খুল্লা। সমুদ্রতীরে নারী-পুরুষের উলঙ্গ সমুদ্রস্নান অথবা সামান্য সূর্যের আলোর দেখা পেলেই মাঠে-ঘাটে মেয়েদের বিকিনি পরে স্তন, উরুসন্ধি আর নিতম্ব প্রদর্শন অথবা শুক্র/শনিবার নামক রাত্রে ছেলে-মেয়েদের নারকীয় পাশবিকতা, যাকে ভদ্রলোকেরা 'এক রাত্রি সহবাস' বলে গর্ব প্রকাশ করেন........ইউরোপে এসে এইসব কিছুকেই আমি মেনে নিয়েছিলাম।
অবিবাহিত একজন যুবক হিসাবে ব্যাপারগুলাকে ভাল না খারাপ কি বলব বুঝতেও দ্বিধান্নিত ছিলাম। আমি তাদের এই বিষয়গুলাকে সমালোচনা করব না, কেননা জন্ম থেকেই এইসব জাতিসংঘ সজ্ঞায়িত উন্নত এবং ভদ্রলোকেরা এইভাবেই অভ্যস্থ। তাদের কাছে পুরা-পরিবার বিকিনি পরে সমুদ্রস্নান করা কোন ব্যাপার নয়, তাদের কাছে এক রাত্রি সহবাস কোন ব্যাপার নয়, তাদের কাছে সমকামিতা কোন ব্যাপার নয়......উনারা বিকিনিকে সংবর্ধিত করেন আর বোরকাকে নিষিদ্ধ করেন........উনারা ধর্মকে উপেক্ষা করেন......তাহলে আমি তাদেরকে কিছু বলার কে, আমি কেউ না.....আর আমি তাদের প্রথা/ঐতিহ্য/সংস্কৃতিকে মূল্যায়ন করার জন্যও এই পৃথিবীতে আসিনি।
কিন্তু আপনাদের মত ভদ্রলোকের কারণে যখন আমাদের মত অভদ্রলোকেরা নিষ্পেষিত, তখন কিছু না বললে আজ নিজের অস্তিত্বই হুমকির মুখে.....একদা আমি আমার এক ইউরোপিয়ান বন্ধুকে তাদের এই মহান-সংস্কৃতির কিছুটা নিন্দা জানিয়েছিলাম, প্রতুত্তরে উনি বললেন 'যেখানে তোমার দেশের জীবন ধারণের মান এত্তো নিম্ন, সেইখানে কিভাবে তুমি আমার দেশের সমালোচনা কর' ?? আমি চুপ হয়ে গেছিলাম, আমার কোন জবাব দেবার উপায় ছিল না....কেননা মহান দেবতা "জাতিসংঘ" যে আমাদেরকে অনুন্নত ঘোষিত করেছেন।
আমাদের জীবন ধারণের কোন মান নেই, আমাদের পকেটে টাকা নেই....আমার মা/বোন আমার সামনে বিকিনি পরে ঘুরে বেড়ায় না.....আমার বান্ধবীরা প্রতি সপ্তাহে একটা করে নতুন ছেলের সাথে বিছানায় যায় না.....আমি/আমার বোন ভোর ৫ টার সময় মাতাল হয়ে বাসায় ফিরি না.....আমার দেশের মেয়েরা সূর্যস্নান করার নামে বাড়ির সামনের মাঠে বিবস্ত্র অবস্থায় শুয়ে থাকেন না......আমাদের বাসার সামনে মার্সিডিজ বেনজ্ শোভা পায় না......আমরা তো পথের কুত্তা.....আমরা তো কাঙ্গাল........!!
______________________________________________________________________________________________________
আমি মেনে নিলাম, আমার দেশের অর্ধেক মানুষই দিনে দুই বেলা ঠিকমত খেতে পারেন না......আমি মেনে নিলাম, আমার দেশের অর্ধেক মানুষ নিরক্ষর/অশিক্ষিত.........কিন্তু প্রকৃত শিক্ষার সঙ্গা কি মায়ের উলঙ্গ বক্ষের সামনে ছেলের সমুদ্রস্নান.....প্রকৃত উন্নয়নের সূচক কি গভীর রাত্রে মদ্যপানরত অবস্থায় অর্ধনগ্ন নারী-পুরুষের উন্মুক্ত যৌন-কর্ম......একেই যদি জাতিসংঘ বলে থাকেন উন্নত দেশ, তাহলে অনুন্নত দেশ অবশ্যই আমরা !!
আজ আমি মহান দেবতা জাতিসংঘকে বলতে চাই......"মহামান্য জীবন ধারণের মান নিরুপক, দয়া করে শুধু অর্থের দাপটে সব কিছুকে মূল্যায়ন করবেন না......সামাজিক মূল্যবোধ বলে যে একটা জিনিস আছে, সেইটাকে উপেক্ষা করবেন না.....সামাজিক মূল্যবোধ নামক বস্তুটিকে আপনার জীবন ধারণের মান নিরুপনের সময় বিবেচনা করুন.....তারপরে আমি দেখতে চাই, কে পথের কাঙ্গাল ?? "
______________________________________________________________________________________________________
সবশেষে আমি সবাইকে অনুরোধ করব, দয়াকরে এইসব ধনী/গরিব.....উচ্চ/নিম্ন.....উন্নত/অনুন্নত......শিক্ষিত/অশিক্ষিত.......সাদা/কালো.......এইসব সামাজিক বিভাজনের মধ্যে যাবেন না, এইসব মিথ্যা প্রচারনায় কান দিবেন না.......সবই আপেক্ষিক......ঐসব তথাকথিত মহান দেবতা/ ভদ্রলোকের কাছে যেটা আদর্শ-মানদন্ড, সেইটা আপনার/আমার কাছে মূল্যহীন.....তাই আজ যদি আপনাকে কেউ গরিব/অনুন্নত/অশিক্ষিত বলে বসেন, তবে তা মাথা পেতে নিবেন না.....!!
আজ আমি মনের সত্য কথাটি বলতে চাই, "আমরা জাতি হিসাবে অনেক বেশিই শিক্ষিত, আমরা অনেক বেশিই উন্নত আর আমরা অনেক বেশিই সাদা.......আমরাও মানুষ..........!!!"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।